জাহ্নবী’র অন্যরকম সময়
বিনোদন ডেস্ক : বর্তমানে ছুটির মুডে রয়েছেন শ্রীদেবী কন্যা জাহ্নবী কাপুর। শুটিংয়ের বিরতিতে বোন খুশি কাপুরকে নিয়েই ঘুরতে বেরিয়েছেন তিনি। পড়ন্ত বেলায় ক্যামেরার সামনে পোজ দিয়েছেন দুই বোন। আকাশি নীল বিকিনিতে জাহ্নবী, আর খুশির পরনে লাল বিকিনি টপ। যেন সদ্য সমুদ্র থেকে স্নান সেরে উঠে এসেছেন দু’জন। তারপর সৈকতে বসেই সূর্য ডোবার পালা উপভোগ করছেন।
শুধু তাই নয়, জাহ্নবী নিজের বেশকিছু খোলামেলা ছবিও শেয়ার করেছেন। ক্যাপশনে লিখেছেন, অন্যরকম সময়! ছবি শেয়ার করতেই হু হু করে তাতে লাইক কমেন্টের বন্যা বইতে শুরু করে। জাহ্নবী বলিউডের এখন আলোচিত মুখ। এ সময়ের অভিনেত্রীদের মধ্যে বেশ এগিয়ে রয়েছেন তিনি। বেশ কয়েকটি সিনেমা হাতে রয়েছে তার।
আরও পড়ুন১৯৯৬ সালে বনি কাপুরকে বিয়ে করেন শ্রীদেবী। জাহ্নবীর জন্ম হয় ঠিক তার পরের বছর। জাহ্নবীর থেকে তিন বছরের ছোট খুশি। ২০১৮ সালে সিনেমা হলে মুক্তি পায় জাহ্নবীর প্রথম ছবি ‘ধড়ক’। ছবি মুক্তির কয়েক মাস আগেই শ্রীদেবীর মৃত্যু হয়। মায়ের স্মৃতিকে সম্বল করেই বলিউডে পা রাখেন জাহ্নবী। বলিউডের পাশাপাশি দক্ষিণী সিনেমাতেও অভিনয় করেছেন জাহ্নবী। ‘দেবারা’ সিনেমায় জুটি বেঁধেছিলেন জুনিয়র এনটিআর’র সঙ্গে।
মন্তব্য করুন