ভিডিও সোমবার, ১১ নভেম্বর ২০২৪

‘দ্রুত রাজ্যের মর্যাদা ফিরে পাবে জম্মু-কাশ্মীর’

‘দ্রুত রাজ্যের মর্যাদা ফিরে পাবে জম্মু-কাশ্মীর’, ছবি সংগৃহীত

আন্তর্জাতিক ডেস্ক : জম্মু ও কাশ্মীর রাজ্যের মর্যাদা দ্রুত ফিরে পাবে বলে ঘোষণা দিয়েছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। তৃতীয়বার প্রধানমন্ত্রী হওয়ার পর গত শুক্রবার বিশ্ব ইয়োগা দিবস উপলক্ষে কাশ্মীর সফরে গিয়ে এমন ঘোষণা দিয়েছেন তিনি।

জম্মু ও কাশ্মীর রাজ্যের মর্যাদা দ্রুত ফিরে পাবে বলে ঘোষণা দিয়েছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। উপত্যকায় দ্রুত বিধানসভা নির্বাচনের প্রতিশ্রুতি দিয়ে মোদি বলেন, ভোটের পরই কাশ্মীরের পূর্ণরাজ্যের মর্যাদা ফেরানোর জন্য পদক্ষেপ গ্রহণ করা হবে।  উল্লেখ্য, ২০১৯ সালের ৫ আগস্ট কাশ্মীরের বিশেষ রাজ্যের মর্যাদা খর্ব করার পাশাপাশি উপত্যকার পূর্ণ রাজ্যের মর্যাদাও কেড়ে নেওয়া হয়।

আরও পড়ুন

জম্মু ও কাশ্মীর এবং লাদাখকে নিয়ে দুটি আলাদা কেন্দ্রশাসিত অঞ্চল তৈরি করা হয়। কাশ্মীরকে যেভাবে পূর্ণ রাজ্য থেকে কেন্দ্রশাসিত অঞ্চলে পরিণত করা হয়েছিল, সেটা নিয়ে ব্যাপক সমালোচনার মুখে পড়তে হয়েছিল মোদি সরকারকে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

প্রবাসী শ্রমিকদের জন্য শাহজালালে বিশেষ লাউঞ্জ উদ্বোধন

আজ বিকেলে বাংলাদেশ-আফগানিস্তান ‘ফাইনাল’  

পরাজয়ের স্বাদ পেল বার্সা 

মন্ত্রিপরিষদ বিভাগের প্রজ্ঞাপনে প্রতিমন্ত্রীর পদমর্যাদায় ৩ নিয়োগ

মৌলভীবাজারে বিএসএফের গুলিতে নারী ও শিশু আহত 

বেক্সিমকোর ব্যবস্থাপনায় ‘রিসিভার’ নিয়োগ