ভিডিও সোমবার, ২০ জানুয়ারি ২০২৫

নেপালের প্রধানমন্ত্রী হচ্ছেন কেপি শর্মা ওলি

নতুন প্রধানমন্ত্রী কে পি শর্মা ওলি।

নেপালের বর্তমান প্রধানমন্ত্রী পুষ্পকমল দহল প্রচণ্ডকে ভোটে হারিয়ে শের বাহাদুর দেউবার নেতৃত্বাধীন নেপালি কংগ্রেসের সমর্থন নিয়ে তৃতীয়বার কেপি শর্মা ওলি প্রধানমন্ত্রী হচ্ছেন। নেপালে তিনি চীনপন্থী নেতা নামেও পরিচিত।আনন্দবাজার এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে।

শুক্রবার ১২ জুলাই নেপাল পার্লামেন্টে আস্থা ভোটে বিজয়ী হয়েছেন কেপি শর্মা ওলি। যেখানে জয়ের জন্য পুষ্পকমল দহল প্রচণ্ডের প্রয়োজন ছিল ১৩৮টি ভোট, সেখানে তিনি পেয়েছেন মাত্র ৬৩টি ভোট।

শনিবার ১৩ জুলাই কাঠমান্ডুতে আনুষ্ঠানিক জোট সরকার প্রধান হিসেবে সিপিএন নেতা কেপি শর্মা ওলির নাম ঘোষণা হতে পারে।

আরও পড়ুন

শুক্রবার আস্থাভোটে ২৭৫ সদস্যের হাউস অফ রিপ্রেজেনটেটিভসের ২৫৭ জন ভোট দিয়েছিলেন। যেখানে পুষ্পকমল দহল প্রচণ্ড পেয়েছেন ৬৩টি ভোট এবং কেপি শর্মা ওলি পেয়েছে ১৯৪টি ভোট।

উল্লেখ্য, ২০২২ সালের নভেম্বরে নেপালের সাধারণ নির্বাচনে নেপালি কংগ্রেসের সঙ্গে জোট বেধে লড়েছিল প্রচণ্ডের মাওয়িস্ট সেন্টার। কিন্তু জোটে জেতার পরেই দেউবাকে ছেড়ে ওলির সঙ্গে হাত মিলিয়ে প্রধানমন্ত্রী হয়েছিলেন প্রচণ্ড।
পরবর্তীতে ২০২৩ সালের মধ্যপর্বে ওলির সঙ্গে মতবিরোধের সময় দেউবার সমর্থন নিয়ে কাঠমান্ডুর কুর্সি বাঁচিয়েছিলেন একদা গেরিলা যোদ্ধা। মোট চার বার জোট বদলে গদি বাঁচালেও এবার ‘চিনপন্থী’ ওলি ‘জাতীয়তাবাদী’ দেউবার সঙ্গে হাত মেলানোয় আইনসভার গণিতের হিসাবে প্রচণ্ড হেরে গিয়েছেন।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

মিরপুরে বাটার শো-রুমে আগুন

বগুড়ার উন্নয়নে সকলকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করে যেতে হবে : বগুড়ার ডিসি

আবদুস সোবহান গোলাপের যুক্তরাষ্ট্রের সম্পদ ক্রোকের নির্দেশ

বগুড়ায় ট্রেনে কাটা পড়ে এক ব্যক্তি নিহত

বকেয়া পরিশোধে সময় বেঁধে দিল আদানি

নানা কর্মসূচির মধ্যে দিয়ে বগুড়ায় জিয়ার জন্মবার্ষিকী পালন