ছাত্র-জনতার উপর অস্ত্র নিয়ে হামলাকারী লিটন ও দুই সহযোগী গ্রেপ্তার
নিউজ ডেস্ক: যাত্রাবাড়ীতে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় ছাত্র-জনতার উপর ধারালো অস্ত্র নিয়ে হামলাকারী লিটন আকন্দ-সহ দুই সহযোগীকে গ্রেপ্তার করেছে র্যাব-৩। এছাড়া, দেশীয় অস্ত্র, মাদকদ্রব্য ও গান পাউডার উদ্ধার করা হয়েছে।
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় সাধারণ জনতা ও ছাত্রদের বিরুদ্ধে লিটন নামক ব্যক্তিকে চাপাতি নিয়ে আক্রমণের ভিডিও ফুটেজ সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়। এ প্রেক্ষিতে লিটন ও তার সহযোগীদের গ্রেপ্তারে র্যাব গোয়েন্দা নজরদারি বৃদ্ধি করে।
এরই ধারাবাহিকতায়, অদ্য ১৩ সেপ্টেম্বর রাত আনুমানিক ২ ঘটিকায় রাজধানীর যাত্রাবাড়ী এলাকা হতে লিটন আকন্দ'কে তার ২ সহযোগী সহ গ্রেফতার করে র্যাব-৩। যাত্রাবাড়ী তে তার গোপন আস্তানা থেকে ছাত্রদের আক্রমণের জন্য ব্যবহৃত ৪ টি চাপাতি, মাদকদ্রব্য এবং কিছু পরিমাণ গান পাউডার উদ্ধার করা হয়।
আরও পড়ুনতার বিরুদ্ধে সম্প্রতি যাত্রাবাড়ীতে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন চলাকালীন ছাত্র জনতার উপর হামলা ও হত্যা মামলা সহ অস্ত্র আইনে ০৩টি মামলা, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে ০৩টি মামলা, ১টি ডাকাতির প্রস্তুতি মামলা ও ০১টি অন্যান্য ধারায় সর্বমোট ০৯ টি মামলা রয়েছে। এলাকায় সে চাঁদাবাজির সাথে সম্পৃক্ত ছিল এবং কেউ চাঁদা দিতে না চাইলে তাকে বিভিন্নভাবে নির্যাতন করতো বলে জানা যায়।
মন্তব্য করুন