চট্টগ্রামের আবাসিক এলাকা থেকে গৃহকর্মীর মরদেহ উদ্ধার
নিউজ ডেস্ক: চট্টগ্রাম নগরের নিউ চান্দগাঁও আবাসিক এলাকার ৭ নম্বর রোডের শহীদুল নামের এক ব্যক্তির বাসা থেকে জেসমিন আক্তার (১৮) নামের এক গৃহকর্মীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
রোববার (২২ সেপ্টেম্বর) সন্ধ্যার দিকে মরদেহটি উদ্ধার করা হয়।
জেসমিন লোহাগাড়া উপজেলার চরম্বা ইউনিয়নের বিবির বিলা এলাকার নূর মোহাম্মদের মেয়ে।
জেসমিনের নানা মো. আবছার জানান, ধারণা করছি- আমার নাতনীকে হত্যা করা হয়েছে।
আরও পড়ুনপুলিশ মরদেহ উদ্ধার করে চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালের মর্গে ময়নাতদন্তের জন্য পাঠিয়েছে।
চান্দগাঁও থানার উপ পরিদর্শক (এসআই) হিরো বড়ুয়া বলেন, মরদেহ উদ্ধার করা হয়েছে। মৃত্যুর কারণ ময়নাতদন্তের পর জানতে পারবো।
মন্তব্য করুন