ভিডিও শনিবার, ২১ ডিসেম্বর ২০২৪

২০ ওভারের প্রায় ১০ ওভার ডট, যা বললেন বাংলাদেশ অধিনায়ক

২০ ওভারের প্রায় ১০ ওভার ডট, যা বললেন বাংলাদেশ অধিনায়ক

স্কটল্যান্ডের বিপক্ষে জয় দিয়ে শুরু করলেও ইংল্যান্ড ও ওয়েস্ট ইন্ডিজের কাছে টানা দুই হার। টি-টোয়েন্টি বিশ্বকাপে সেমিফাইনালের আশা প্রায় শেষ বাংলাদেশের মেয়েদের। গতকাল গুরুত্বপূর্ণ ম্যাচে তারা ওয়েস্ট ইন্ডিজের কাছে হেরেছে ৮ উইকেটে। 

হারের চেয়েও বেশি আলোচনায় বাংলাদেশের ব্যাটিংয়ের ধরন। ২০ ওভারের ম্যাচে ৫৭ বল ডট দিয়েছেন বাংলাদেশের ব্যাটাররা। শেষ ৪৯ বলে নেই কোনো বাউন্ডারি। এটা কোনো টি-টোয়েন্টি নাকি টেস্ট ম্যাচ, তা বোঝাই ছিল দুষ্কর। নিজেদের এমন মেনে নিতে পারছেন না অধিনায়ক নিগার সুলতানা জ্যোতিও। 

রান তোলার সুযোগ হাতছাড়া করেছেন উল্লেখ করে ম্যাচ শেষে জ্যোতি বলেন, ‘আমাদের শুরুটা খুব ভালো ছিল। তবে মাঝের সময়টায় আমরা অনেক বেশি ডট খেলেছি এবং পরে তাদের অনেক উইকেট বিলিয়ে দিয়েছি। মাঝের ওভারগুলোয় তাদের বোলাররা সত্যিই অনেক ভালো বল করেছে এবং আমাদের শট খেলার জায়গা দিচ্ছিল না। সিঙ্গেল নেওয়ার অনেক সুযোগও আমরা হাতছাড়া করেছি, যা চাপ তৈরি করেছে আমাদের ওপর।’ 

আরও পড়ুন

বিশ্বকাপ থেকে বিদায় প্রায় নিশ্চিত বাংলাদেশের মেয়েদের। এ ধরনের টুর্নামেন্টে দল তেমন অভিজ্ঞ নয়, বললেন জ্যোতি। এখান থেকে শিক্ষা অর্জন করে সামনে কাজে লাগানোর কথা বললেন বাংলাদেশ অধিনায়ক, ‘শিক্ষণীয় অনেক কিছুই আমরা সামনে বয়ে নিতে পারি। বিশেষ করে এই ধরনের টুর্নামেন্টে কীভাবে ইতিবাচক থাকতে হয়। আমাদের দলটা এ ধরনের টুর্নামেন্টে খুব বেশি অভিজ্ঞ নয়।’ 

নিজেদের ব্যাটিংয়ে উন্নতি দেখছেন জ্যোতি, ‘আমাদের জন্য জরুরি হলো ব্যাটিং ইউনিট হিসেবে আরও বেশি তাড়না দেখানোয় মনোযোগ দেওয়া। আমাদের বোলাররা প্রতিটি ম্যাচেই তাদের কাজ করতে পেরেছে। ব্যাটিং ইউনিট হিসেবে আমাদের দায়িত্ব আরও শক্তিশালী হওয়ার।’

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

চকরিয়ার সাবেক উপজেলা চেয়ারম্যান সাঈদী গ্রেপ্তার

মাহফিল থেকে ফেরার পথে বাস উল্টে খাদে,আহত ২৩

জাহাজ থেকে বিদেশে পালানো ১৯ নাবিকের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা

সুশৃঙ্খল মানুষেরা সফল হয় কেন?

আওয়ামী লীগ এদেশে ভোটের গণহত্যা করেছিল: জামায়াত আমির

জাকেরকে নিয়ে যা জানালেন সালাউদ্দিন