ভিডিও শনিবার, ২১ ডিসেম্বর ২০২৪

ভারতের বিপক্ষে আজ শেষটা কেমন হবে মাহমুদউল্লাহর 

সংগৃহীত,ভারতের বিপক্ষে আজ শেষটা কেমন হবে মাহমুদউল্লাহর 

স্পোর্টস ডেস্ক : সিরিজ আগেই হাতছাড়া হয়েছে। তাই নিয়মরক্ষার শেষ ম্যাচের আগে হার-জিত যাই হোক, এটি মাহমুদউল্লাহ রিয়াদের শেষ ম্যাচ হিসেবেই কিছু করতে চায় টিম বাংলাদেশ।  হায়দরাবাদের রাজিব গান্ধী আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে আজ শনিবার (১২ অক্টোবর) ভারতের মুখোমুখি হবে বাংলাদেশ। সন্ধ্যা সাড়ে ৭টায় খেলাটি শুরু হবে। ম্যাচের আগের দিন হায়দরাবাদে আলোচনার বস্তু ছিল মাহমুদউল্লাহর বিদায়ী আয়োজন কেমন হবে। সংবাদ সম্মেলনে আসা কোচ নিক পোথাস এড়িয়ে গেছেন অভ্যন্তরীন বিষয় বলে। টিম ম্যানেজমেন্টও মুখে এঁটেছে কুলুপ।

তবে সবচেয়ে বড় উপহারটা দিতে পারেন মাহমুদউল্লাহর সতীর্থরাই। কিন্তু প্রথম দুই ম্যাচে গো-হারা হেরে যাওয়ার পর তৃতীয় ম্যাচে এসে ঘুরে দাঁড়াতে পারবে কী না এটা এখন বড় প্রশ্ন। ফিল্ডিং কোচ পোথাসের কাছেও প্রশ্ন ছিল শেষ ম্যাচের প্রত্যাশা নিয়ে। তার উত্তরে অবশ্য তেমন কিছুর আশা যে করছেন সেটির আভাস পাওয়া যায়নি। ‘টি-টোয়েন্টি সংস্করণ আসলে দলগুলোকে কাছাকাছি এনে দেয়। ফল দেখলে, আসলে আমি জানি লোকে অনেক কিছু প্রত্যাশা করে। আমাদের নিজস্ব মানদন্ড আছে ড্রেসিংরুমে। আমরা সেসব করে যাব সময়ের মধ্যে, লম্বা সময়ের মধ্যে সেগুলো অর্জন করতে চাইব, তখনই পারফরম্যান্স উন্নত হবে। আমরা জানি কী করতে চাইছি। সবই অর্জন করতে পারিনি হয়তো। আগের ম্যাচে তাসকিন দারুণ করেছে।’
পোথাসরা এখনো ভারতের মতো দলের বিপক্ষে শেখার মন্ত্রেই আছেন। এ কথায় তা-ই বুঝিয়েছেন। শেখার মন্ত্রে থাকুক কিংবা জয়ের নেশা চড়ুক; মাহমুদউল্লাহর জন্য ম্যাচটি বিশেষ কিছুই বটে। এরপর আর এই সংস্করণে দেখা যাবে না বাংলাদেশের হয়ে সবচেয়ে বেশি টি-টোয়েন্টি খেলা এই ক্রিকেটারকে। ধারাভাষ্য দিতে ভারতে থাকা তামিম ইকবালও বলছেন, ‘অবসর একজন ক্রিকেটারের জন্য সহজ বিষয় না, কঠিন কিছু।’ মাহমুদউল্লাহর পথটা সহজ করতে পারেন সতীর্থরা। এই ভারত তার ক্যারিয়ারে এনে দিয়েছে নতুন মোড়। পাঁচ বছর আগে ভারত সিরিজের আগে সাকিব আল হাসান নিষিদ্ধ হওয়ার পর মাহমুদউল্লাহর কাঁধে ওঠে নেতৃত্বের ভার। দিল্লিতে জয় দিয়ে হয়েছিল শুরু, সেই দিল্লিতেই মাহমুদউল্লাহ দিয়েছিলেন অবসরের ঘোষণা।
ব্যাট হাতে টানা দুই ম্যাচে ব্যর্থ বাংলাদেশ একাদশে আসতে পারে পরিবর্তন। শেখ মেহেদী হাসান আসতে পারেন একাদশে। দ্বিতীয় ম্যাচে খেলা পেস আক্রমণেও ঘটতে পারে পরিবর্তন। ব্যাট হাতে কার্যকর ভূমিকা রাখতে পারেননি কোনো ব্যাটারই, যেটি সবচেয়ে বেশি ভুগিয়েছে। বিশ্রাম কিংবা বাদ দেওয়ার তালিকা অনেক লম্বা তবে চারজনের বেশি পরিবর্তনের কোনো সুযোগ নেই। এদিকে ভারত তাদের বেঞ্চের শক্তি পরীক্ষা করতে পারে। একাদশে দেখা যেতে পারে রবি বিষ্ণুইসহ তিলক ভার্মাদের। ঘরের মাঠে দলটি টানা ১৬টি সিরিজ জিতেছে। এর আগে সর্বোচ্চ রেকর্ড ছিল ১৪টি। হায়দরাবাদের পিচ বলছে হবে রান উৎসব। 

আরও পড়ুন

 

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

শ্রীপুরে রান্নাঘরে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে মা ও ছেলে দগ্ধ

কর্ম কমিশনের নিয়োগ পরীক্ষার ফল প্রকাশ

চকরিয়ার সাবেক উপজেলা চেয়ারম্যান সাঈদী গ্রেপ্তার

মাহফিল থেকে ফেরার পথে বাস উল্টে খাদে,আহত ২৩

জাহাজ থেকে বিদেশে পালানো ১৯ নাবিকের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা

সুশৃঙ্খল মানুষেরা সফল হয় কেন?