ভিডিও শনিবার, ২১ ডিসেম্বর ২০২৪

বিয়ের জন্য বিপিএলে খেলা স্থগিত করলেন বিশ্বকাপ জয়ী তারকা

বিয়ের জন্য বিপিএলে খেলা স্থগিত করলেন বিশ্বকাপ জয়ী তারকা, ছবি: সংগৃহীত

স্পোর্টস ডেস্ক : বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) এবারের আসরে ঢাকার ফ্র্যাঞ্চাইজির মালিকানা নিয়েছেন নায়ক শাকিব খান। তার মালিকাধীন কসমেটিকস ও হোম কেয়ার কোম্পানি রিমার্ক-হারল্যানের দলটির নাম ‘ঢাকা ক্যাপিটালস’। ইতোমধ্যে বেশ কয়েকজন ক্রিকেটারকে তারা সরাসরি চুক্তিতে দলে নিয়েছে। তবে বিপত্তি বেধেছে এক বিদেশি ক্রিকেটারকে নিয়ে।

আগামীকাল (সোমবার) বিপিএলের প্লেয়ার্স ড্রাফট অনুষ্ঠিত হবে। তার আগেই সরাসরি ভিত্তিতে ক্রিকেটারদের দলে ভেড়াতে ব্যস্ত ফ্র্যাঞ্চাইজিগুলো। যদিও আসন্ন একাদশ আসরে নেই টুর্নামেন্টের সবচেয়ে সফল দল কুমিল্লা ভিক্টোরিয়ান্স। তবে নতুন করে ফিরেছে রাজশাহী। মালিকানা বদল হওয়ার পর ‘ঢাকা ক্যাপিটালস’ রাজধানীর ফ্র্যাঞ্চাইজিটি তারকা ক্রিকেটারদের নিয়ে দল ভারী করছে। গত শুক্রবার ঢাকা নিজেদের ডেরায় ইংল্যান্ডের সাবেক বিশ্বকাপজয়ী ব্যাটার অ্যালেক্স হেলসকে দলে নেওয়ার ঘোষণা দেয়। তবে তার অনুরোধে সেই চুক্তিটি স্থগিত করেছে ফ্র্যাঞ্চাইজিটি। কারণ হিসেবে বিয়ে সংক্রান্ত ব্যস্ততার কথা জানিয়েছেন ৩৫ বছর বয়সী হেলস। এক বিবৃতিতে এই তথ্য জানিয়েছে ঢাকা ক্যাপিটালস।

বিবৃতিতে তারা বলছে, ‘ঢাকা ক্যাপিটালস বিদেশি কোটায় ইংলিশ ব্যাটসম্যান অ্যালেক্স হেলসকে দলভুক্ত করার বিষয়টি তার পক্ষ থেকে নিশ্চয়তা পেয়ে সামাজিক মাধ্যমে ঘোষণা দেয়। তিনি বর্তমানে বিয়ে সংক্রান্ত ব্যস্তাতার কারণে চুক্তিটি স্থগিত রাখতে অনুরোধ করেছেন। আমরা তার ব্যক্তিগত জীবনের গুরুত্বপূর্ণ বিষয়টিকে সম্মান জানাই। ঢাকা ক্যাপিটালসের পক্ষ থেকে তার জীবনের দ্বিতীয় ইনিংসের জন্য শুভকামনা থাকল।’

আরও পড়ুন

 

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

নেত্রকোনায় ঘরে ঢুকে হাত পা বেঁধে ডাকাতি

শ্রীপুরে রান্নাঘরে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে মা ও ছেলে দগ্ধ

কর্ম কমিশনের নিয়োগ পরীক্ষার ফল প্রকাশ

চকরিয়ার সাবেক উপজেলা চেয়ারম্যান সাঈদী গ্রেপ্তার

মাহফিল থেকে ফেরার পথে বাস উল্টে খাদে,আহত ২৩

জাহাজ থেকে বিদেশে পালানো ১৯ নাবিকের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা