ফোনে বিরক্তিকর বিজ্ঞাপন আসা বন্ধ করবেন যেভাবে
ফোন আমাদের অতি প্রয়োজনীয় জিনিস। অফিস বা ব্যবসার বেশির ভাগ প্রয়োজনীয় তথ্য বা কাজ সেখানেই করা হয়ে থাকে। তবে ইন্টারনেট অন থাকলেই অনেক সময় অনাকাঙ্খিত বিজ্ঞাপন সামনে চলে আসে। তবে খুব সহজেই কিন্তু এই বিরক্তিকর বিজ্ঞাপন থেকে মুক্তি পেতে পারেন।
জেনে নিন কীভাবে কাজটি করতে পারবেন:
আরও পড়ুনপ্রথমে আপনার অ্যান্ড্রয়েড ফোনের সেটিংসে যেতে হবে।
এবার ‘কানেকশন অ্যান্ড শেয়ারিং’ অপশনটি ক্লিক করুন।
এখানেই পেয়ে যাবেন ‘প্রাইভেট ডিএনএস’ নামের একটি অপশন। এটিতে ক্লিক করুন।
এবার ‘প্রাইভেট ডিএনএস প্রোভাইডার হটসনেম’ অপশনটি বেছে নিন এবং নিচে লিখুন dns.adguard.com।
সেভ করুন।
মন্তব্য করুন