ভিডিও

শরীয়তপুরে নির্মাণাধীন সেতুতে বালুভর্তি বলগেটের ধাক্কা; শ্রমিক আহত

প্রকাশিত: অক্টোবর ০২, ২০২৪, ০৩:৫৭ দুপুর
আপডেট: অক্টোবর ০২, ২০২৪, ০৩:৫৭ দুপুর
আমাদেরকে ফলো করুন

নিউজ ডেস্ক:  শরীয়তপুরে কীর্তিনাশা নদীর ওপর নির্মাণাধীন ফুট বেইলি সেতুতে বালুভর্তি বলগেটের ধাক্কায় একাংশ ভেঙে এক নির্মাণ শ্রমিক আহত হয়েছেন। এ ঘটনায় বলগেটসহ দুইজনকে আটক করে পুলিশের কাছে হস্তান্তর করেছে জনতা।

বুধবার (২ অক্টোবর) সকালে শরীয়তপুরের নড়িয়া বাজার সংলগ্ন নির্মাণাধীন ফুট বেইলি সেতুতে এ ঘটনা ঘটে।

স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, গত বছর ডিসেম্বর মাসে পুরোনো সেতু ভেঙে নদীর ওপর ফুট বেইলি সেতু নির্মাণ শুরু করা হয়। বুধবার সকাল ৯টার দিকে একটি বালুভর্তি বলগেট সেতুটির নিচ দিয়ে যাওয়ার সময় এর পিলারের ধাক্কা দেয়। এতে সেতুর একটি অংশ ভেঙে পড়ে। এ সময় সেতুর ওপরে কর্মরত অবস্থায় থাকা এক নির্মাণ শ্রমিক আহত হন। পরে স্থানীয়রা বলগেটের চালক মো. হাসান হাওলাদার (৩০) ও সোহেল কিবরিয়া (২৬) নামে দুইজনকে আটক করে নড়িয়া থানা পুলিশের কাছে হস্তান্তর করে। বলগেটটিও জব্দ করেছে পুলিশ।

নড়িয়া থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আসলাম উদ্দিন মোল্লা বলেন, এ ঘটনায় দুইজনকে আটক করা হয়েছে। বিষয়টি নিয়ে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।



মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, দৈনিক করতোয়া এর দায়ভার নেবে না।

জনপ্রিয়
H009
KCS