ভিডিও

গাজীপুরে বাসচাপায় যুবকের মৃত্যু, দুই বাসে বিক্ষুব্ধ জনতার আগুন

প্রকাশিত: অক্টোবর ০৩, ২০২৪, ১১:৫০ দুপুর
আপডেট: অক্টোবর ০৩, ২০২৪, ১১:৫০ দুপুর
আমাদেরকে ফলো করুন

নিউজ ডেস্ক:  গাজীপুর মহানগরীর ভোগরা এলাকায় কলম্বিয়া গার্মেন্টস সংলগ্ন ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে বাসচাপায় এক যুবকের মৃত্যু হয়েছে। এ সময়ে স্থানীয় জনতা দুটি বাসে আগুন দিয়েছে বলে অভিযোগ উঠেছে।

বুধবার (২ অক্টোবর) দিবাগত রাত সাড়ে ৮টায় এই দুর্ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শীরা জানান, সড়ক পারাপারের সময় ঢাকা থেকে ছেড়ে আসা বলাকা পরিবহনের একটি বাস ওই যুবককে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। এরপর বিক্ষুব্ধ জনতা দুটি বাসে আগুন দেয়।

ভোগড়া ফায়ার সার্ভিসের ডিউটি অফিসার আরিফ হোসেন বলেন, দুর্ঘটনার পর উত্তেজিত জনতা দুটি বাসে আগুন ধরিয়ে দেয়। এতে একটি বাস সম্পূর্ণ পুড়ে গেছে।

বাসন থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. জাহাঙ্গীর আলম বলেন, বাসচাপায় এক যুবকের মৃত্যু হয়েছে। তবে তার নাম-পরিচয় জানা যায়নি। এ ঘটনায় পরবর্তী আইনি কার্যক্রম প্রক্রিয়াধীন।



মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, দৈনিক করতোয়া এর দায়ভার নেবে না।

জনপ্রিয়
H009
KCS