ভিডিও

চলছে টানা বৃষ্টি, বন্দরে ৩ নম্বর সতর্ক সংকেত

প্রকাশিত: অক্টোবর ০৩, ২০২৪, ১২:০৪ দুপুর
আপডেট: অক্টোবর ০৩, ২০২৪, ১২:০৪ দুপুর
আমাদেরকে ফলো করুন

নিউজ ডেস্ক:  পটুয়াখালীতে মৌসুমী বায়ুর প্রভাবে টানা দুইদিন ধরে থেমে থেমে বৃষ্টিপাত হচ্ছে। এতে বেড়েছে সাধারণ মানেষের ভোগান্তিতে। নদ-নদীর পানির উচ্চতা স্বাভাবিকের চেয়ে কিছুটা বৃদ্ধি পেয়েছে। 

এদিকে কুয়াকাটা সংলগ্ন বঙ্গোপসাগর কিছুটা উত্তাল রয়েছে। উপকূলীয় এলাকা দিয়ে ঝড়ো হাওয়া বয়ে যাওয়ার শঙ্কা করছে আবহাওয়া অফিস। পটুয়াখালীর পায়রা, চট্রগ্রাম, কক্সবাজার ও মোংলা সমুদ্র বন্দরে ৩ নম্বর স্থানীয় সতর্ক সংকেত দেখিয়ে যেতে বলা হয়েছে। সকল মাছধরা ট্রলার সমূহকে উপকূলের কাছাকাছি থেকে সাবধানে চলাচল করতে বলা হয়েছে। ইতোমধ্যে অধিকাংশ মাছধরা ট্রলার তীরে ফিরেছে।

পটুয়াখালী জেলা আবহাওয়া অফিসের ভারপ্রাপ্ত কর্মকর্তা আক্তার জাহান বলেন, ৭২ ঘণ্টা পর্যন্ত বৃষ্টিপাত অব্যাহত থাকতে পারে। সেই সঙ্গে ঝড়ো হাওয়া বয়ে যেতে পারে।

মহিপুরের নিজামপুর এলাকার জেলে ইদ্রিস মাঝি বলেন, কয়েকদিন আগে সাগরে সিগনাল ছিলো। তখন আমরা অনেক দিন ঘাটে অলস সময় কাটিয়েছি। এখন আবার গতকাল সিগনাল দিছে। তাই আমরা তীরে ফিরে এসেছি। এভাবে চলতে থাকলে তো আমরা একেবারে নিঃস্ব হয়ে যাবো। আলীপুরের ভ্যানচালক হোসেন আলী বলেন, গতকাল থেকেই বৃষ্টি হচ্ছে। যার কারণে বাজারগুলোতে মানুষ কম। আমাদের আমাদের ইনকামও কম।

 



মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, দৈনিক করতোয়া এর দায়ভার নেবে না।

জনপ্রিয়
H009
KCS