ভিডিও

রাজশাহীগামী বাস থেকে সাড়ে ১০ কোটি টাকার এলএসডি উদ্ধার

প্রকাশিত: অক্টোবর ০৩, ২০২৪, ১২:২২ দুপুর
আপডেট: অক্টোবর ০৩, ২০২৪, ১২:২২ দুপুর
আমাদেরকে ফলো করুন

নিউজ ডেস্ক: কুষ্টিয়ার মিরপুরে রাজশাহীগামী একটি যাত্রীবাহী বাসে তল্লাশি চালিয়ে ১০ কোটি ৪০ লাখ টাকার ভয়ঙ্কর মাদক এলএসডি জব্দ করেছে বিজিবি। 

বুধবার (২ অক্টোবর) উপজেলার গোবিন্দপুর হাইওয়ে রোড এলাকায় পিরোজপুর থেকে রাজশাহীগামী একটি বাসে তল্লাশি চালিয়ে এসব মাদক জব্দ করা হয়।

৪৭ বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. মাহবুব মুর্শেদ রহমান বলেন, গোয়েন্দা তথ্যের ভিত্তিতে জানা যায়, পিরোজপুর থেকে ছেড়ে আসা একটি বাসে এলএসডির চালান আসছে রাজশাহীতে। এর প্রেক্ষিতে বিজিবির বিশেষ টহল দল গোবিন্দপুর হাইওয়ে রোডের ওপর অবস্থান করে। দুপুর আড়াইটার দিকে পিরোজপুর থেকে রাজশাহীগামী মেট্রোপলিটন পরিবহনের এর একটি বাস গোবিন্দপুর আসলে বিজিবির টহল দল বাসটি থামিয়ে তল্লাশি শুরু করে। এ সময় ২০ বোতল ভারতীয় এলএসডি জব্দ করা হয়। যার আনুমানিক বাজারমূল্য ১০ কোটি ৪০ লাখ টাকা।



মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, দৈনিক করতোয়া এর দায়ভার নেবে না।

জনপ্রিয়
H009
KCS