ভিডিও

ঢাকা থেকে অপহৃত স্কুলছাত্রীকে ৩৫ দিন পর পিরোজপুর থেকে উদ্ধার

প্রকাশিত: অক্টোবর ০৮, ২০২৪, ১০:২৮ দুপুর
আপডেট: অক্টোবর ০৮, ২০২৪, ১০:২৮ দুপুর
আমাদেরকে ফলো করুন

নিউজ ডেস্ক:  ঢাকা থেকে অপহৃত স্কুলছাত্রীকে (১৩) ৩৫ দিন পর পিরোজপুর সদর উপজেলার হুলারহাট এলাকা থেকে উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় অপহরণকারী ফারদিন হাওলাদারকে (২২) গ্রেপ্তার করেছে পুলিশ।

সোমবার (৭ অক্টোবর) রাতে ৮টার দিকে তাকে গ্রেপ্তার করা হয়।

অপহরণকারী ফারদিন হাওলাদার পিরোজপুর সদর উপজেলার ওদনকাঠী গ্রামের ওয়ারেস হাওলাদারের ছেলে।

জেলা পুলিশের পক্ষ থেকে এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য নিশ্চিত করা হয়।

অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপারেশন্স) মো. মুকিত হাসান খাঁন জানান, গত ২ সেপ্টেম্বর পিরোজপুর সদর উপজেলার তেজদাসকাঠি মাধ্যমিক বিদ্যালয়ের অষ্টম শ্রেণির ছাত্রী ঢাকার মিরপুরের পল্লবী এলাকার মায়ের বাসা থেকে অপহৃত হয়। এ ঘটনায় মেয়ের মা ফারজানা ইসলাম খোঁজ পেয়ে ঢাকা থেকে পিরোজপুর পুলিশ সুপারের কার্যালয়ে এসে অভিযোগ দেয়। পরে পুলিশ সুপার খাঁন মুহাম্মদ আবু নাসেরের নির্দেশে পুলিশ ও ডিবির যৌথ অভিযানে তথ্য প্রযুক্তির মাধ্যমে সোমবার রাতে পিরোজপুরের হুলারহাট থেকে অপহৃত স্কুলছাত্রীকে উদ্ধার এবং অপহরণকারী আসামিকে গ্রেপ্তার করা হয়।



মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, দৈনিক করতোয়া এর দায়ভার নেবে না।

জনপ্রিয়
H009
KCS