ভিডিও

নেত্রকোনার দুর্গাপুরে বানের পানিতে ডুবে নিহত ১

প্রকাশিত: অক্টোবর ০৮, ২০২৪, ০২:২৩ দুপুর
আপডেট: অক্টোবর ০৮, ২০২৪, ০২:২৩ দুপুর
আমাদেরকে ফলো করুন

নিউজ ডেস্ক:  নেত্রকোনার দুর্গাপুর উপজেলার গাঁওকান্দিয়া ইউনিয়নের শ্রীপুর গ্রামে বানের পানিতে ডুবে রুসমত খান (৬০) নামে এক ব্যক্তির মৃত্যু হয়েছে। সোমবার (৭ অক্টোবর) বিকেলে এ ঘটনা ঘটে। মঙ্গলবার সকালে সড়কের পাশে তাকে দাফন করা হয়।

জানা গেছে, সোমবার বিকেলে পানিতে ডুবে থাকা পুকুরের পাশ দিয়ে যাচ্ছিলেন বৃদ্ধ রুসমত। হঠাৎ পা পিছলে পুকুরের পানিতে পড়ে যান তিনি। এ ঘটনার পর বাড়ি থেকে কিছুটা দূরে তার মরদেহ উদ্ধার করে পরিবারের লোকজন।

টানা তিনদিনের ভারীবর্ষণ ও উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢলে গাঁওকান্দিয়া ইউনিয়নের বাড়ি-ঘর, রাস্তা, পুকুর, ফসলি জমি পানিতে প্লাবিত হয়েছে।

নিহতের ভাতিজা আলাল খান বলেন, পানিতে পুকুর ডুবে গেছে। কোনদিকে পুকুরের গভীর বোঝার উপায় নাই। এই পুকুরের পাশ দিয়ে আমার চাচা যাওয়ার সময় পানিতে পড়ে মারা গেছেন। চারপাশে পানি, সড়কের পাশে অল্প জায়গায় দাফন করেছি।

 



মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, দৈনিক করতোয়া এর দায়ভার নেবে না।

জনপ্রিয়
H009
KCS