ভিডিও

ভোলায় অস্ত্রসহ ডাকাত সর্দার ও তার সহযোগীকে আটক

প্রকাশিত: অক্টোবর ০৮, ২০২৪, ০৩:৫৯ দুপুর
আপডেট: অক্টোবর ০৮, ২০২৪, ০৩:৫৯ দুপুর
আমাদেরকে ফলো করুন

নিউজ ডেস্ক: ভোলা সদর উপজেলার ইলিশা ইউনিয়নের চর রাসেল এলাকা থেকে কোস্টগার্ডের অভিযানে একটি পিস্তল ও ছয়টি দেশীয় অস্ত্রসহ একটি ডাকাতদলের সক্রিয় দুই সদস্যকে আটক করা হয়েছে।

মঙ্গলবার (৮ অক্টোবর) ভোরে তাদের আটক করা হয়।

আটক ব্যক্তিরা হলেন- ডাকাত সর্দার মো. মোফাজ্জল (৫৫) এবং তার সহযোগী আব্দুল বাতেন (৬৫)।

তারা লক্ষ্মীপুর জেলার সদর উপজেলাধীন মধুচৌধুরি হাট ও মধ্যের চর রমনীর বাসিন্দা।

এক সংবাদ বিজ্ঞপ্তিতে কোস্টগার্ড জানায়, বেশ কিছুদিন ধরে ইলিশা এলাকায় মেঘনা নদী এবং তৎসংলগ্ন চরে কুখ্যাত রাসেল বাহিনীর সক্রিয় সদস্য মো. মোফাজ্জল এবং আব্দুল বাতেন স্থানীয় জনসাধারণ এবং জেলেদের জিম্মি করে চাঁদাবাজি, জমিদখল ও বিভিন্ন অপকর্ম করে আসছিলেন। খবর পেয়ে কোস্টগার্ড এসব এলাকায় গোয়েন্দা তৎপরতা বাড়ায়। গোপন সংবাদের ভিত্তিতে মঙ্গলবার ভোরে ইলিশার চর রাসেল এলাকায় বিশেষ অভিযান চালিয়ে রাসেল বাহিনীর দুই সক্রিয় ডাকাতকে একটি পিস্তল, ছয়টি দেশীয় অস্ত্র ও একটি মোবাইল ফোনসহ আটক করা হয়।  
পরে জব্দ করা অস্ত্রগুলোসহ তাদের ভোলা সদর মডেল থানায় হস্তান্তর করা হয়।



মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, দৈনিক করতোয়া এর দায়ভার নেবে না।

জনপ্রিয়
H009
KCS