ভিডিও

ইউপি চেয়ারম্যানের গুদামে মিলল ১০ লাখ মূল্যের ভারতীয় চিনি 

প্রকাশিত: অক্টোবর ১০, ২০২৪, ০৬:২৮ বিকাল
আপডেট: অক্টোবর ১০, ২০২৪, ০৬:২৮ বিকাল
আমাদেরকে ফলো করুন

নিউজ ডেস্ক:  মৌলভীবাজারে রাজনগর উপজেলার কামারচাক ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আতাউর রহমানের গোডাউনে পুলিশের বিশেষ অভিযানে ২৩১ বস্তা ভারতীয় চিনি জব্দ হয়েছে। যার আনুমানিক বাজার মূল্য প্রায় ১০ লাখ টাকা।

এ সময় মছকন মিয়া নামক একজনকে গ্রেপ্তার করা হয়।

বৃহস্পতিবার (১০ অক্টোবর) এ তথ্য জানান রাজনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহ মোহাম্মদ মুবাশ্বির।

তিনি বলেন, রাজনগর উপজেলার কামারচাক ইউনিয়নের তারাপাশা বাজারের পূবালী ব্যাংকের নিচতলায় কামারচাক ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আতাউর রহমানের গোডাউনে থানা পুলিশ অভিযান চালিয়ে ভারতীয় চিনি জব্দ করা হয়। আতাউর রহমান মৌলভীবাজারের সাবেক সংসদ সদস্য মোহাম্মদ জিল্লুর রহমানের ছোট ভাই। ৫ আগস্টের পর থেকে এমপিসহ তার সব ভাই আত্মগোপনে চলে যান। গোপন সংবাদের ভিত্তিতে আতাউর চেয়ারম্যানের গোডাউনে অভিযান পরিচালনা করা হয়। সেখান থেকে ২৩১ বস্তা ভারতীয় চিনি জব্দ করা হয়।

তিনি আরও বলেন, সিলেট সীমান্ত এলাকা থেকে চোরাই পথে চিনিগুলো আমদানি করে বিক্রির উদ্দেশ্যে এ গোডাউনে রক্ষিত ছিল। এই ঘটনায় আটককৃত মছকন মিয়া ও পলাতক চেয়ারম্যান আতাউর রহমানসহ অজ্ঞাতনামা ব্যক্তিদের বিরুদ্ধে রাজনগর থানায় বিশেষ ক্ষমতা আইনে একটি মামলা দায়ের করা হয়েছে। পলাতক আসামিদের গ্রেপ্তারের চেষ্টা চলছে বলেও জানান ওসি মুবাবশ্বির।



মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, দৈনিক করতোয়া এর দায়ভার নেবে না।

জনপ্রিয়
H009
KCS