ভিডিও

আজ থেকে ছেঁউড়িয়ায় তিন দিনের লালন স্মরণোৎসব শুরু 

প্রকাশিত: অক্টোবর ১৭, ২০২৪, ১১:৫০ দুপুর
আপডেট: অক্টোবর ১৭, ২০২৪, ০৩:৫৫ দুপুর
আমাদেরকে ফলো করুন

মফস্বল ডেস্ক: বাউল সম্রাট ফকির লালন শাহর ১৩৪তম তিরোধান দিবস উপলক্ষে কুষ্টিয়ার ছেঁউড়িয়ায় তিন দিনের লালন স্মরণোৎসব শুরু হচ্ছে আজ। বৃহস্পতিবার (১৭ অক্টোবর) সন্ধ্যায় এই আয়োজনের আনুষ্ঠানিক উদ্বোধন করা হবে। জেলা প্রশাসন সূত্র জানায়, লালন একাডেমি, জেলা প্রশাসন ও সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের সহযোগিতায় ইতিমধ্যে সকল প্রস্তুতি সম্পন্ন হয়েছে। লালন আঁখড়াবাড়িতে আসতে শুরু করেছেন সাধু ভক্ত-অনুসারীরা।

জেলা প্রশাসক ও লালন একাডেমির সভাপতি শারমিন আখতার বলেন, বাউল সম্রাট ফকির লালন শাহর ১৩৪তম তিরোধান দিবস উপলক্ষে তিন দিনব্যাপী লালন স্মরণোৎসবের আয়োজন করা হয়েছে। প্রতিদিন সন্ধ্যা সাড়ে ৬টা থেকে আলোচনা সভা শুরু হবে। এরপর গভীর রাত পর্যন্ত মঞ্চে গান পরিবেশন করবেন দেশের বিভিন্ন প্রান্ত থেকে আগত শিল্পীরা। 

 



মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, দৈনিক করতোয়া এর দায়ভার নেবে না।

জনপ্রিয়
H009
KCS