ভিডিও

১৭ বছর পর ২৯ অক্টোবর বগুড়ার শেরপুরে বড় সমাবেশের আয়োজন বিএনপির

প্রকাশিত: অক্টোবর ১৯, ২০২৪, ০৮:০৯ রাত
আপডেট: অক্টোবর ১৯, ২০২৪, ০৮:০৯ রাত
আমাদেরকে ফলো করুন

শেরপুর (বগুড়া) প্রতিনিধি : সতের বছর পর বগুড়ার শেরপুরে বড় সমাবেশ করার প্রস্তুতি নিয়েছে বিএনপি। আগামী ২৯অক্টোবর শহরের শেরপুর শহীদিয়া আলীয়া মাদ্রাসা মাঠে উপজেলা বিএনপির উদ্যোগে ওই সমাবেশ হবে। এরইমধ্যে ওই সমাবেশ সফল করতে ব্যাপক প্রস্তুতি নেওয়া হয়েছে। আজ শনিবার (১৯ অক্টোবর) দুপুর ১২টায় শহরের খেজুরতলাস্থ বিএনপির কার্যালয়ে আয়োজিত এক সভায় এসব তথ্য জানানো হয়।

উপজেলা বিএনপির সভাপতি শহিদুল ইসলাম বাবলুর সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য দেন বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য কেএম মাহবুবার রহমান হারেজ বলেন, ফ্যাসিস্ট আওয়ামীলীগের দোসররা বসে নেই। তারা দেশ ও জাতির বিরুদ্ধে ষড়যন্ত্রে লিপ্ত। এমনকি বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারকেও বেকায়দায় ফেলতে চান তারা। তাই তাদের সব ষড়যন্ত্র রুখে দিতে হবে। এজন্য সব ভেদাভেদ ভুলে দলকে সুশৃঙ্খল ও সুসংগঠিত করতে ঐক্যবদ্ধভাবে দলীয় নেতাকর্মীদের কাজ করার আহবান জানান তিনি।

সভায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন জেলা বিএনপির উপদেষ্টা আলহাজ¦ শফিকুল আলম তোতা, উপজেলা বিএনপির সহ-সভাপতি আলহাজ¦ মাহবুবুল আলম হিরু, সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম মিন্টু, আব্দুল মোমিন, মামুনুর রশিদ আপেল, জাহিদুর রহমান টুলু, মোস্তাফিজার রহমান নিলু, জিএম মোস্তফা কামাল, যুবদল নেতা আশরাফদ্দৌলা মামুুন, শাহবুল করিম, স্বেচ্ছাসেবকদল নেতা শাহ কাওছার কলিংস, মহিলাদল নেত্রী নাসরিন আক্তার পুটি প্রমুখ।

সমাবেশের আয়োজন সম্পর্কে উপজেলা বিএনপির সভাপতি শহিদুল ইসলাম বাবলু বলেন, দীর্ঘ সতের বছর নেতাকর্মীরা জুলুম-নির্যাতনের মধ্যে দিনাতিপাত করেছেন। ছাত্র-জনতার গণঅভু্যুত্থানের পর সেই অবস্থার পরিবর্তন ঘটেছে। তাই মুক্ত পরিবেশে এই উপজেলায় স্মরণকালের সর্ববৃহৎ সমাবেশ করার প্রস্তুতি নেওয়া হয়েছে। নেতাকর্মীরাও স্বতঃস্ফূর্তভাবে সমাবেশ সফল করতে ইতিমধ্যেই কাজ করছেন। 



মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, দৈনিক করতোয়া এর দায়ভার নেবে না।

জনপ্রিয়
H009
KCS