ভিডিও

ধান ক্ষেত থেকে হাত-পা বাঁধা কৃষকের গলাকাটা মরদেহ উদ্ধার

প্রকাশিত: অক্টোবর ২০, ২০২৪, ০৪:৩৮ দুপুর
আপডেট: অক্টোবর ২০, ২০২৪, ০৪:৩৮ দুপুর
আমাদেরকে ফলো করুন

নিউজ ডেস্ক: কিশোরগঞ্জের বাজিতপুরে ধান ক্ষেত থেকে নিবু মিয়া (৬০) নামে এক কৃষকের হাত-পা-মুখ বাঁধা গলাকাটা মরদেহ উদ্ধার করা হয়েছে।

রোববার (২০ অক্টোবর) দুপুরে দিকে উপজেলার পিরিজপুর ইউনিয়নের সুলতানপুর এলাকা থেকে মরদেহটি উদ্ধার করেছে পুলিশ।

নিহত নিবু মিয়া (৬০) ওই গ্রামের মৃত সুন্দর আলীর ছেলে।  

জানা গেছে, শনিবার (১৯ অক্টোবর) সন্ধ্যার দিকে বাড়ি থেকে বের হয়ে স্থানীয় বাজারে যান নিবু মিয়া। পরে রাতে তিনি আর বাড়ি ফিরে আসেননি। পরিবারের লোকজন সম্ভাব্য সব জায়গায় খোঁজাখুঁজি করেও তার সন্ধান পায়নি। রোববার দুপুর ১২টার দিকে নিজ বাড়ি থেকে কিছুটা দূরে ধান ক্ষেতে হাত-পা, মুখ বাঁধা ও গলাকাটা অবস্থায় তার মরদেহ পড়ে থাকতে দেখতে পেয়ে থানায় জানান স্থানীয়রা।

এ হত্যাকাণ্ডে জড়িতদের খুঁজে বের করে আইনের আওতায় এনে বিচার দাবি জানিয়েছেন নিহত নিবু মিয়ার ছেলে ফরিদ উদ্দিনসহ পরিবারের লোকজন, স্বজন ও স্থানীয়রা।

বাজিতপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মুরাদ হোসেন বিষয়টি নিশ্চিত করে জানান, মরদেহ উদ্ধার করা হয়েছে। এ বিষয়ে আইনি ব্যবস্থা নেওয়া হবে।



মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, দৈনিক করতোয়া এর দায়ভার নেবে না।

জনপ্রিয়
H009
KCS