ভিডিও

মাগুরায় অধিপত্য বিস্তারের সংঘর্ষে আহত ১০

প্রকাশিত: অক্টোবর ২০, ২০২৪, ০৭:৪২ বিকাল
আপডেট: অক্টোবর ২০, ২০২৪, ০৭:৪২ বিকাল
আমাদেরকে ফলো করুন

মাগুরায় সদরে সামাজিক আধিপত্য বিস্তার নিয়ে দুইদল গ্রামবাসীর সংঘর্ষে ১০ জন আহত হয়েছে।

আজ রোববার (২০ অক্টোবর) দুপুরে উপজেলা কুচিয়ামোড়া ইউনিয়ন আমুডিয়া গ্রামে ওই সংঘর্ষের ঘটনা ঘটে।

এলাকাবাসী জানায়, দীর্ঘ দিন ধরে আমুড়িয়া গ্রামে গ্রাম্য মাতবর নওশের মোল্লা ও একই গ্রামের অপর মাতবর শাহাদাৎ হোসেনের সমর্থকদের মধ্যে বিরোধ চলে আসছিল। শনিবার আমুড়িয়া দক্ষিণ নতুন পাড়া এলাকা থেকে শাহাদাৎ হোসেনের সমর্থক হাকিম মোল্ল্যাকে প্রতিপক্ষ ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে জখম করে। এ ঘটনার জের ধরে রোববার দুপুরে আমুড়িয়া বাজার এলাকায় দুই পক্ষের সমর্থকেরা ধারালো অস্ত্র ও লাঠিশোঠা নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়ে। এ সময় উভয় পক্ষের ১০ জন আহত হয়। পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

 

মাগুরা সদর থানার অফিসার ইনর্চাজ মোহাম্মদ আইয়ুব আলী বলেন, আধিপত্য বিস্তার নিয়ে দুই পক্ষের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে উভয় পক্ষের ১০ জন আহত হয়েছেন। আহতদের মাগুরা ২৫০ শয্যা হাসপাতালে ভর্তি করা হয়েছে। পুলিশ ঘটনাস্থল থেকে ৭ জনকে আটক করেছে। পরবর্তী আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।



মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, দৈনিক করতোয়া এর দায়ভার নেবে না।

জনপ্রিয়
H009
KCS