ভিডিও

ফেনী সীমান্তে সোয়া ২ কোটি টাকার ভারতীয় পণ্য জব্দ

প্রকাশিত: অক্টোবর ২০, ২০২৪, ০৮:৩৬ রাত
আপডেট: অক্টোবর ২০, ২০২৪, ০৮:৩৬ রাত
আমাদেরকে ফলো করুন

বর্ডার গার্ড বাংলাদেশ  বিজিবির ফেনী ব্যাটালিয়ন (৪ বিজিবি) অভিযান চালিয়ে সোয়া দুই কোটি টাকার ভারতীয় বিভিন্ন প্রকার অবৈধ মালামাল জব্দ করেছে।

শনি (১৯ অক্টোবর) ও রোববার (২০ অক্টোবর) বিকেল পর্যন্ত অভিযান চালিয়ে ছাগলনাইয়া ও পরশুরাম ভারতীয় সীমান্ত এলাকা থেকে এসব পণ্য জব্দ করা হয়।

উক্ত অভিযান পরিচালনা কালে বর্ডার গার্ড বাংলাদেশ  বিজিবি’র টহলদল ছাগলনাইয়া উপজেলার সীমান্তবর্তী দুর্গাপুর, লম্বাটিলা ও হাবিলদারবাসা এলাকা এবং পরশুরাম উপজেলার সীমান্তবর্তী দক্ষিণ যশপুর এলাকা দিয়ে ভারত থেকে অবৈধভাবে আসা বিভিন্ন প্রকার শাড়ী, থ্রীপিস, লেহেংগা, কাশ্মিরী শাল, থান কাপড়, চশমা, পার্ক চকলেট, সিগারেট এবং বিভিন্ন প্রকার ঔষধ জব্দ করতে সক্ষম হয়েছে।

জব্দকৃত মালামালের আনুমানিক সিজারমূল্য-২,২৬,২৭,০০০ (দুই কোটি ছাব্বিশ লক্ষ সাতাশ হাজার) টাকা। জব্দকৃত মালামাল ফেনী কাস্টমস্ অফিসে জমা করার কার্যক্রম প্রক্রীয়াধীন রয়েছে।



মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, দৈনিক করতোয়া এর দায়ভার নেবে না।

জনপ্রিয়
H009
KCS