ভিডিও

উখিয়ার রোহিঙ্গা ক্যাম্পে অস্ত্রসহ আরসার কমান্ডার গ্রেফতার

প্রকাশিত: অক্টোবর ২০, ২০২৪, ০৯:৪৬ রাত
আপডেট: অক্টোবর ২০, ২০২৪, ০৯:৪৬ রাত
আমাদেরকে ফলো করুন

উখিয়ার রোহিঙ্গা ক্যাম্পে বিশেষ অভিযান চালিয়ে অস্ত্র ও এ্যামোনেশনসহ আরসার গান গ্রুপ কমান্ডারকে গ্রেফতার করেছে আর্মড পুলিশ ব্যাটালিয়ন (৮ এপিবিএন)।

আজ রোববার (২০ অক্টোবর) ভোরে উপজেলার ১৫ নম্বর রোহিঙ্গা ক্যাম্প থেকে তাকে গ্রেফতার করা হয়।

গ্রেফতার আরসার গান গ্রুপ কমান্ডার মো. হোসাইন জোহর (৩২) থাইংখালী ১৫ নম্বর রোহিঙ্গা ক্যাম্পের এইচ/৭ ব্লকের বাসিন্দা মৃত মো. দলুমিয়ার ছেলে।

৮ এপিবিএনের অধিনায়ক (অতিরিক্ত ডিআইজি) মো. আমির জাফর  এ তথ্য নিশ্চিত করে জানান, গোপন তথ্যের ভিত্তিতে অভিযান পরিচালনা করে মো. হোসাইন জোহরকে তার নিজ বাসা থেকে একটি ওয়ান শুটার গান, দুই রাউন্ড এ্যামোনেশন এবং চার রাউন্ড খালি খোসাসহ গ্রেফতার করা হয়।

তিনি আরও জানান, সে মিয়ানমারের নাগরিক এবং সন্ত্রাসী সংগঠন আরসার গান গ্রুপ কমান্ডার হিসেবে বর্তমানে রোহিঙ্গা ক্যাম্পে কিলিং মিশনে অংশগ্রহণ করত। সে আরএসও কমান্ডার খায়রুল আমিন হত্যার এজাহারভুক্ত আসামি।

হোসেন জোহরের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ শেষে উখিয়া থানায় সোপর্দ করা হয়েছে বলে জানান তিনি।



মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, দৈনিক করতোয়া এর দায়ভার নেবে না।

জনপ্রিয়
H009
KCS