ভিডিও

দিনাজপুরের নবাবগঞ্জে গাভী পালন করে স্বাবলম্বী মোশারফ

প্রকাশিত: অক্টোবর ২০, ২০২৪, ১০:৪৬ রাত
আপডেট: অক্টোবর ২০, ২০২৪, ১০:৪৬ রাত
আমাদেরকে ফলো করুন

নবাবগঞ্জ (দিনাজপুর) প্রতিনিধি : প্রায় ২ যুগ আগে ৫০ হাজার টাকায় গাভীপালন শুরু করেন দিনাজপুরের নবাবগঞ্জ উপজেলার গোলাপগঞ্জ ইউনিয়নের মালিপাড়া গ্রামের মোশারফ হোসেন। এ পর্যন্ত গাভী পালন করে ১১ বিঘা ধানের জমিসহ ঘরবাড়ি করেছেন। এখান থেকে আয় করা টাকা দিয়েই মেয়েকে বিয়ে দিয়েছেন ও ছেলেকে মাদ্রাসায় পড়াচ্ছেন। এভাবেই নিজের স্বাবলম্বী হওয়ার গল্প জানালেন গ্রামের মৃত হরমুদ্দিনের ছেলে মোশারফ।

তিনি জানান, তার বাড়িতে এখন ফিজিয়ান জাতের ৭টি গরু রয়েছে। এরমধ্যে বড় ৪টি আর ছোট ৩টি। বর্তমানে যার আনুমানিক বাজারমূল্য ১৩ লাখ টাকা। তার পালিত গাভী থেকে প্রতিদিন ২৭ লিটার দুধ সংগ্রহ করেন তিনি। যা স্থানীয় বাজারে ৬০ টাকা লিটার হিসেবে বিক্রি করেন।

একইসাথে পশু পালনে প্রতিদিন ১ হাজার টাকা করে ব্যয় হয় তার এবং তাদের যত্নে সার্বক্ষণিক সময় দিতে হয় তাকে।

গাভী পালন করে স্বাবলম্বী মোশারফ হোসেন এখন অনেকের কাছেই অনুকরণীয় বলে জানান অনেকেই। এ পেশা তার চলমান থাকবে বলেও জানায়।



মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, দৈনিক করতোয়া এর দায়ভার নেবে না।

জনপ্রিয়
H009
KCS