ভিডিও

বাংলাদেশকে সংস্কার বাস্তবায়নে সাড়ে ৩ বিলিয়ন ডলার ঋণ সহায়তা দেবে বিশ্বব্যাংক

প্রকাশিত: সেপ্টেম্বর ২৬, ২০২৪, ১০:৫২ দুপুর
আপডেট: সেপ্টেম্বর ২৬, ২০২৪, ০৪:২৩ দুপুর
আমাদেরকে ফলো করুন

অন্তর্বর্তীকালীন সরকারের সংস্কার উদ্যোগকে সমর্থন করতে বিশ্বব্যাংক বাংলাদেশকে সাড়ে তিন বিলিয়ন মার্কিন ডলার ঋণ সহায়তা দেবে।নিউইয়র্ক স্থানীয় সময় বুধবার (২৫ সেপ্টেম্বর) জাতিসংঘের সাধারণ অধিবেশনের ফাঁকে প্রধান উপদেষ্টা মুহাম্মদ ইউনূসের সঙ্গে সাক্ষাৎকালে বিশ্বব্যাংক প্রেসিডেন্ট অজয় বাঙ্গা এ ঘোষণা দেন।

অধ্যাপক ইউনূসের দীর্ঘদিনের বন্ধু অজয় বাঙ্গা বলেন, “ঘোষিত ঋণের মধ্যে অন্তত ২০০ কোটি ডলার হবে নতুন ঋণ। বাকি ১৫০ কোটি ডলার ঋণের যোগান আসবে বিদ্যমান কর্মসূচির অর্থ পুনঃব্যবহারের মাধ্যমে।”তিনি জানান, ডিজিটাইজেশন, তারল্য সংকট উত্তরণ, জ্বালানি ও বিদ্যুৎ এবং পরিবহন খাতের সংস্কারে সহায়তা দিতে বিশ্বব্যাংক এই ঋণ দেবে।

সাক্ষাৎকালে অধ্যাপক ইউনূস অন্তর্র্বতী সরকার যে সংস্কার কর্মসূচি নিয়েছে, সেই উদ্যোগে বিশ্বব্যাংককে পাশে থাকার আহ্বান জানান। অধ্যাপক ইউনূস বলেন, “দেশ পুনর্গঠনের এটি একটি বড় সুযোগ।”

বিশ্বব্যাংকের প্রেসিডেন্ট বাঙ্গা দক্ষিণ এশিয়ায় জ্বালানি খাতের সহযোগিতার বিষয়ে আলো করেন। নেপাল ও ভুটানে উৎপাদিত জলবিদ্যুৎ কীভাবে ভারত ও বাংলাদেশসহ প্রতিবেশী দেশগুলো পেতে পারে তা নিয়েও আলোচনা হয়।জ্বালানি ও বিদ্যুৎ উপদেষ্টা ফাওজুল কবির খান এ সময় উপস্থিত ছিলেন।



মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, দৈনিক করতোয়া এর দায়ভার নেবে না।

জনপ্রিয়
H009
KCS