ভিডিও শুক্রবার, ০৩ জানুয়ারি ২০২৫

মিলি স্বপ্ন বুনেন শাড়ির আঁচলে

মিলি স্বপ্ন বুনেন শাড়ির আঁচলে

নিজের আলোয় ডেস্ক : সবার আগে তিনি ক্রেতার ভাবনাকে বুঝতে চেষ্টা করেন। তারপর তার মতো করেই সেই ভাবনা নিজে ভাবেন। পেন্সিলের টানে এঁকে ফেলেন সেই গল্প। এরপর তা স্থান পায় শাড়ির আঁচলে। এভাবে কাজে কথায় মিল রেখে ক্রেতাদের আস্থা অর্জন করেছেন অনলাইন পেজ চিত্রকরের স্বত্বাধিকারী সানজিদা ফেরদৌস মিলি।

সানজিদা মিলি রং নিয়ে খেলতে ভালোবাসেন। অন্যদের স্বপ্নকে রং-তুলিতে বাস্তব রূপ দেন তিনি। অন্যদের কল্পনায় যে চিত্র রয়েছে তা কাপড়ে ফুটিয়ে তোলেন। ছোটবেলা থেকেই আঁকাআঁকির প্রতি আলাদা ঝোঁক ছিল তার। তবে পরিবারের পক্ষ থেকে তেমন আগ্রহ ছিল না এর জন্য বাড়তি খরচ করে শেখানোর। তবে মিলি থেমে থাকেননি, নিজের মতো করেই আঁকার কাজ চালিয়ে গেছেন।

স্কুলের বিভিন্ন প্রতিযোগিতায় অংশ নিয়েছেন। শুধু ছবি আঁকা নয়, গান, কাওয়ালিসহ নানা ক্যাটাগরিতে তিনি অংশ নিয়ে পুরস্কার পেতেন। তবে প্রাতিষ্ঠানিক কোনো শিক্ষার সুযোগ পাননি সানজিদা। এরপর স্কুল শেষে কলেজে যাওয়ার পর আঁকার অভ্যাস কমে যায় অনেকটাই। পড়াশোনার চাপ, অন্যদিকে পারিবারিক বাঁধা। সব মিলিয়ে এটা থেকে নিজেকে দূরেই রাখতেন। তবে কলেজের পর আবার সেই ঝোঁক ফিরে আসে মিলির। তখন অনলাইনে অনেকেই ব্যবসা করছেন। কিন্তু পেইন্টিং নিয়ে তখনো তেমন কোনো পেজ ছিল না। যা ছিল তা সবই একই ধরনের। কারিগর দিয়ে একই ডিজাইনের হাজার হাজার শাড়ি। সে সময় এক বন্ধুর পরামর্শে অনলাইনে পেজ খোলেন মিলি। সময়টা ২০১৯ সালে। তখন পাশে পেয়েছেন বড় বোনকে।

সব সময় পাশে ছায়ার মতো ছিলেন মিলির বড় বোন। নানা পরামর্শ দিতে থাকেন তিনি। কাগজ ছেড়ে শাড়ি, কামিজে পেইন্ট করার পরামর্শ দেন। তবে সাহস করে উঠতে পারছিলেন না মিলি। এমন সময় এক আত্মীয়র জন্য শাড়ি পেইন্ট করেন তিনি। সেই শাড়ির অনেক প্রশংসা পান তিনি। এরপর আত্মবিশ্বাস বেড়ে যায় আরো কয়েকগুণ।
কিন্তু এর জন্য তার আরও জ্ঞানের প্রয়োজন। সামান্য এই জ্ঞান নিয়ে যে বড় পরিসরে কিছু করা যায় না তা ভালোই বুঝতে পারছিলেন মিলি। ফ্যাশন অ্যান্ড টেকনোলজি নিয়ে ভর্তি হন বিজিএমইএতে। সেখানে গিয়ে শিখতে শুরু করেন অনেক কিছু। যা এত দিন তিনি কল্পনাও করতে পারেননি, যে পেন্টিং নিয়ে আসলে এত কিছু জানার আছে।

২০১৯ সাল, পুরো দমে পেজের কাজ করতে শুরু করেন মিলি। তার কাজ সবার থেকে আলাদা হওয়ায় অল্প দিনেই খুব ভালো সাড়া পেতে শুরু করেন। পেজের জন্য প্রথম যে কাজটি করেছিলেন মিলি তা আজও মনে আছে তার। একটি কামিজে সানফ্লাওয়ার এঁকে ছিলেন। যা বেশ ভালোই সাড়া ফেলেছিল সেসময়। অনেকেই তাকে অনুকরণ করেছে। তবে মিলির নিজস্বতা তাকে বরাবর অন্যদের থেকে আলাদা অবস্থানে রেখেছে।

এরপর বড় বোনের পরামর্শে ধীরে ধীরে শাড়ি, পাঞ্জাবিতে পেইন্ট করতে শুরু করেন। সুতি, হাফ সিল্ক, মসলিন শাড়িতে কাজ করেছেন তিনি। একেকটি শাড়ির দাম নির্ভর করে কাজের পরিমাণ এবং কাপড়ের ওপর। তার করা একেকটি শাড়ির দাম তিন থেকে ছয় হাজার পর্যন্ত। মসলিন কাপড়ের ক্ষেত্রে দাম বেশি হলেও অন্যান্য কাপড়ের ক্ষেত্রে দাম আরো কিছুটা কম।
চিত্রকরের সবচেয়ে বেশি বিক্রীত পণ্য কাপল ড্রেস। পরিবারের সবাই একই রকম পোশাক পরা এখন বেশ ট্রেন্ডি। এই সুযোগ বেশ ভালোভাবেই কজে লাগিয়েছেন এই উদ্যোক্তা। এছাড়াও কুশন কভারও রাঙিয়ে তোলেন তার শিল্প প্রতিভায়। পেজের একটি মোস্ট সেলিং পণ্য এটি। কুশনের দাম রয়েছে ৩০০ থেকে ৫০০ টাকার মধ্যে।

আরও পড়ুন

তবে শুধু পেইন্টিং নয় সুই সুতার কাজেও মিলির দক্ষতা প্রশংসনীয়। ক্রেতাদের চাহিদায় সেই কাজও করছেন পাশাপাশি। এছাড়াও আছে কাঠের, পুঁথির গয়না। মিলির একেকটি শাড়ি শেষ করতে লাগে ৭ থেকে ১০ দিন পর্যন্ত। যেহেতু রং করার পর কাপড় রোদে দিতে হয় তাই সময় একটু বেশি লাগে। এজন্য মাসে খুব বেশি কাজ করতে পারেন না।

যেহেতু নিজেই সব করেন তাই লেখাপড়ার পাশাপাশি সব কিছু করা একটু কঠিনই বটে। এরপরও মাসে তার আয় ২০ হাজারের আশপাশেই থাকে। যে মাসে কাজ বেশি হয় সে মাসে আরো বেশি। তবে পেইন্টিং শাড়ি বিক্রির উপযুক্ত সময় হচ্ছে যেকোনো উৎসব। যেমন পহেলা ফাগুন থেকে শুরু করে যেকোনো বাঙালি উৎসব। এছাড়াও বিয়ের সিজনে তার বিক্রি এবং কাজের চাপ বেড়ে যায় বহুগুণ। বর্তমানে হলুদের শাড়ির জন্য পেন্টিং শাড়ি, পাঞ্জাবির বেশ চাহিদা রয়েছে। কাপড় কেনা থেকে শুরু করে ক্রেতার হাতে পৌঁছানো পর্যন্ত সব কাজ নিজে হাতেই করেন। কাপড়ে ডিজাইন করা, রং করা, রোদে দেওয়া এবং শেষে আয়রনের কাজ সবই করেন নিজের হাতে। কাজের জায়গায় যেন এতটুকু ত্রুটি না থাকে, সেটা নিশ্চিত করতেই অন্য কারো ওপর ভরসা করেন না। সব সময় ক্রেতার পছন্দকেই প্রাধান্য দেন। তবে তার নিজের করা সব পণ্যই ক্রেতারা পছন্দ করেছেন সব সময়। মিলির অনুপ্রেরণা প্রতিষ্ঠিত উদ্যোক্তাদের পাশাপাশি এই প্রজন্মের অনেকেই। তার মতো আরেকজন অনলাইন পেজের স্বত্বাধিকারী এবং উদ্যোক্তা মনিরা সুলতানা মায়াকে নিজের আইডল ভাবেন। কাজের ক্ষেত্রে ছোট-বড় সব ধরনের পরামর্শ তার কাছ থেকে নিয়ে থাকেন মিলি। মিলির স্বপ্ন নিজের একটি ব্র্যান্ড তৈরি করা। তার পণ্য ছড়িয়ে যাক বিশ্বের সব প্রান্তে।

সব সময় চেষ্টা করেন দেশীয় কাপড় নিয়েই কাজ করতে। বিশেষ করে, তাঁত, মসলিন বাংলাদেশের ঐতিহ্যকে লালন করে। সেই পণ্যগুলোকেই তিনি রাঙাতে চান তার কল্পনার রঙে। দেশের ঐতিহ্যকেই পুঁজি করে সেগুলো নিয়ে কাজ করতে চান। যা একসময় ছড়িয়ে যাবে দেশের গন্ডি পেরিয়ে বিশ্বের অন্যান্য প্রান্তের মানুষের হাতে।

সানজিদা মিলি নিজে কোনো একটি নতুন পণ্য নিয়ে কাজ করার আগে বাজার যাচাই-বাছাই করেন। এতে বাজারে কী ধরনের পণ্য রয়েছে, কোন পণ্যের চাহিদা বেশি, দাম কোথায় কেমন, অনলাইন এবং অফলাইনের পার্থক্যটাও বুঝে নেন। তিনি বলেন যেকোনো কাজ করার আগে তার প্রেক্ষাপটটা অনেক ভালো করে বুঝে নেওয়া উচিত।

 

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

নতুন বছরকে গ্রাহকদের সাথে নিয়ে স্বাগত জানালো সেইলর 

গ্রাহকদের সাথে নিয়ে নতুন বছরকে স্বাগত জানালো সেইলর

ধরা-ছোঁয়ার বাইরে রংপুর

খালেদা জিয়ার বাসভবনে সেনাপ্রধান

খুলনায় বৈষম্যবিরোধীদের ওপর হামলায় নারীসহ আহত ৮, দু’জন আইসিইউতে

সরকারি দফতরে তদবির বন্ধে সচিবদের কাছে তথ্য উপদেষ্টার চিঠি