চট্টগ্রামে চন্দনাইশে সড়ক দুর্ঘটনায় অজ্ঞাত এক ব্যক্তি নিহত

নিউজ ডেস্ক: চট্টগ্রামের চন্দনাইশে উপজেলার কালিরহাটস্থ বরমা পল্লী বিদ্যুৎ জোনাল অফিসের সামনে বৈলতলী আনোয়ারায় সড়ক দুর্ঘটনায় নিহত অজ্ঞাত এক ব্যক্তির মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
সোমবার (২৮ অক্টোবর) ভোররাতে এ দুর্ঘটনা ঘটে।
আরও পড়ুনচন্দনাইশ থানার অফিসার ইনচার্জ (ওসি) ইমরান আল হোসাইন বলেন, ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করা হয়েছে। ওই ব্যক্তির মাথার মগজ বের হয়ে গেছে, সম্পূর্ণ থেতলানো ছিল মুখমণ্ডল। বুকের পাজর ছিল ভাঙ্গা। এ ব্যাপারে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।
মন্তব্য করুন