গাইবান্ধার গোবিন্দগঞ্জে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে স্বর্ণ কারিগর নিহত

গোবিন্দগঞ্জ (গাইবান্ধা) প্রতিনিধি : গাইবান্ধার গোবিন্দগঞ্জে স্বর্ণালঙ্কারের দোকানে কাজ করার সময় গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে সুমন কুমার মোহন্ত (৩২) নামে এক স্বর্ণকারিগর মারা গেছে। আজ মঙ্গলবার (২৯ অক্টোবর) সকাল ৬টায় চিকিৎসাধীন অবস্থায় ঢাকার একটি হাসাপাতালে মারা যায়।
সে উপজেলার তালুককানুপুর ইউনিয়নের মনিন্দ্র নাথের ছেলে। পৌরসভার মহিলা কলেজ এলাকার নিজ বাসায় বসবাস করছিলেন। পরিবারের পক্ষ থেকে জানা যায়, গত ১৯ অক্টোবর শনিবার রাতে উপজেলার বালুয়া বাজারে তার নিজ দোকান রাজলক্ষী জুয়েলার্সে কাজ করার সময় গ্যাসের লিকেজ থেকে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণ হলে সুমন গুরুতর আহত হয়।
আরও পড়ুনতাকে দ্রুত স্থানীয় হাসপাতালে আনা হলে কর্তব্যরত চিকিৎসকরা উন্নত চিকিৎসার জন্য ঢাকার শেখ হাসিনা বার্ণ ইউনিটে নিয়ে যাওয়ার পরামর্শ প্রদান করেন। তাদের পরামর্শে সেখানে ভর্তি করা হলে চিকিৎসাধীণ অবস্থায় আজ মঙ্গলবার (২৯ অক্টোবর) সকালে সুমন কুমার মোহন্ত মারা যায়। মৃত্যুকালে তিনি স্ত্রী দুই ছেলে সন্তান ও বাবা-মা, ভাইসহ আত্মীয় স্বজন ও গুণগ্রাহী রেখে গেছেন।
মন্তব্য করুন