ভিডিও শুক্রবার, ২৭ ডিসেম্বর ২০২৪

নাটোরের বাগাতিপাড়ার সেই খাদ্য নিয়ন্ত্রককে পিরোজপুরে স্ট্যান্ড রিলিজ

নাটোরের বাগাতিপাড়ার সেই খাদ্য নিয়ন্ত্রককে পিরোজপুরে স্ট্যান্ডরিলিজ, প্রতীকী ছবি

বাগাতিপাড়া (নাটোর) সংবাদদাতা : নাটোরের বাগাতিপাড়ায় সেবাগ্রহীতাকে কান ধরে দাঁড়িয়ে থাকার নির্দেশ দেওয়ার অভিযোগ ওঠা সেই উপজেলা খাদ্য নিয়ন্ত্রক কেএম মামুনূর রহমানকে স্ট্যান্ড রিলিজ দেওয়া হয়েছে। আজ সোমবার (৪ নভেম্বর) এক আদেশে তাকে পিরোজপুরের জিয়ানগর উপজেলায় বদলি করা হয়। জেলার ভারপ্রাপ্ত খাদ্যনিয়ন্ত্রক রেজাউল হক খন্দকার বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি জানান, সম্প্রতি এক সেবাগ্রহীতাকে কান ধরে দাঁড়িয়ে থাকার নির্দেশ দেওয়ার অভিযোগ এনে বাগাতিপাড়া উপজেলা খাদ্য নিয়ন্ত্রকের বিরুদ্ধে ইউএনও বরাবর একটি লিখিত অভিযোগ করা হয়। এ বিষয়টিকে কেন্দ্র করে তাকে স্ট্যান্ড রিলিজ করা হয়েছে। ওই আদেশে তাকে আজ সোমবার (৪ নভেম্বর) ছাড়পত্র নেওয়ায় আদেশ দেওয়া হয়। অন্যথায় ৬ নভেম্বর থেকে তিনি অবমুক্ত বলে গণ্য হবেন।

আরও পড়ুন

এদিকে তার স্থলে বড়াইগ্রাম উপজেলা খাদ্য নিয়ন্ত্রক ডালিম কাজীকে অতিরিক্ত দায়িত্ব দেওয়া হয়েছে।
 অতিরিক্ত দায়িত্বপ্রাপ্ত উপজেলা খাদ্য নিয়ন্ত্রক ডালিম কাজী জানান, আদেশ পাওয়ার পর উপজেলা খাদ্য নিয়ন্ত্রক কেএম মামুনুর রহমান বাগাতিপাড়ার কর্মস্থল ত্যাগ করেছেন। তার স্থলে তিনি দায়িত্বপ্রাপ্ত হয়েছেন। 

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

জগন্নাথ বিশ্ববিদ্যালয় ছাত্রদলের নবগঠিত কমিটির বিরুদ্ধে পদবঞ্চিতদের স্মারকলিপি

সন্ত্রাসী ‘কিলার লিটন’ গ্রেফতার

তিন বছর পর ছয় মাস মেয়াদি আহবায়ক কমিটি বিলুপ্ত

কসবায় ডেকে নিয়ে অটোচালককে হত্যা, ১০ দিন পর লাশ উদ্ধার

আন্দোলনে গুলিবিদ্ধ হৃদয়ের চিকিৎসা হচ্ছে না টাকার অভাবে

বগুড়ার শিবগঞ্জে স্বেচ্ছাসেবক লীগ নেতা আব্দুল মজিদ গ্রেফতার