ভিডিও শনিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৫

বনসাইয়ের সৌন্দর্যে মুগ্ধ রাজশাহীর প্রকৃতিপ্রেমীরা

বনসাইয়ের সৌন্দর্যে মুগ্ধ রাজশাহীর প্রকৃতিপ্রেমীরা। ছবি : দৈনিক করতোয়া

রাজশাহী প্রতিনিধি: রাজশাহীতে চলছে চার দিনের বনসাই প্রদর্শনী। এতে ২৬ জন শিল্পীর প্রায় ২৭০টি বনসাই স্থান পেয়েছে। বরেন্দ্র বনসাই সোসাইটির উদ্যোগে নগরীর মনিবাজারে অনুষ্ঠিত এই প্রদর্শনী শেষ হবে আগামী ১৪ সেপ্টেম্বর রাত ৯টায়।

আয়োজকরা জানান, জীবন্ত শিল্প বনসাইয়ের প্রতি মানুষকে আগ্রহী করা তোলা এ আয়োজনের উদ্দেশ্যে। বরেন্দ্র বনসাই সোসাইটি সংগঠনের সদস্যদের নিয়ে এ প্রদর্শনীর আয়োজন করে থাকে। এতে ভালো সাড়াও মিলছে।

প্রদর্শনীতে গিয়ে দেখা যায়, নান্দনিক সব বনসাই দেখতে ভিড় করছেন প্রকৃতি প্রেমীরা। স্কুল কলেজের শিক্ষার্থীরাও অভিভাবকদের নিয়ে প্রদর্শনীতে এসেছেন। এখানে নজর কাড়ছে বৈচি, লাইকর, তমাল, শ্যাওড়া ও জিলাপির মতো হারিয়ে যেতে বসা বৃক্ষের বনসাই। দেশি গাছের মধ্যে আছে দেশি বট, পাইকর, ঘুর্নিবীচি ও কামিনী গাছের বনসাই।

প্রদর্শনীতে তেতুঁল গাছের একটি বনসাই আলাদা করে মুগ্ধ করছে দর্শনার্থীদের। তিন ফুটের তেতুঁল গাছটিতে ঝুলছে ফুল ও ফল। প্রকৃতি প্রেমীরা চাইলেই ৩৫ হাজার টাকায় গাছটি কিনতে পারবেন। এছাড়াও প্রদর্শনীতে বিদেশি গাছের মধ্যে ফাইকাস প্রজাতির মধ্যে বেনজামিনা, রেটুসা, রামফি, গোল্ডেন ও ভাইরেন্স গাছের বনসাই। সেইসাথে বাগান বিলাস, বাওবাব, জেড, ফাইকাস লং আইল্যান্ড ও থাইচেরী ও রঙ্গন ছাড়াও আরও অনেক বনসাই গাছ।

আরও পড়ুন

গাছগুলোর দাম সর্বনিম্ন এক হাজার টাকা থেকে শুরু করে সর্বোচ্চ এক লাখ টাকা পর্যন্ত। আয়োজকরা জানান, উত্তরাঞ্চলে এ ধরনের বনসাই প্রদর্শনী দেখা খুবই বিরল। বনসাই আমাদের জীবনে প্রকৃতির কাছে নিয়ে যাবার একটি মাধ্যম এবং সুন্দর করার অভিনব কৌশল। বনসাই হলো প্রকৃতি প্রেমীদের ভালোবাসার প্রতিচ্ছবি। শহরের কংক্রিটের জীবনে একটু প্রকৃতির ছোঁয়া এনে দিতে এই প্রদর্শনীর আয়োজন করা হয়েছে। সকাল ১০টা থেকে রাত ৯টা পর্যন্ত প্রদর্শনী সবার জন্য উন্মুক্ত। ভালো সাড়াও পড়েছে। আগামী রোববার প্রদর্শনী শেষ হবে।

বরেন্দ্র বনসাই সোসাইটির সভাপতি খন্দকার মুহাম্মদ আলী বলেন, পুরনো দেয়াল কিংবা ছাদে অনাদরে জন্মানো গাছ সংগ্রহ করে বনসাই করা হয়। দিনে দিনে এসব গাছকে সন্তানের মতো লালন করে নান্দনিক রূপ দেয়া হয়। একেকটা বনসাই করতে ১০-১৫ বছর পর্যন্ত লেগে যায়। এটা একটা শিল্প।

বরেন্দ্র বনসাই সোসাইটির সাধারণ সম্পাদক নওরোজ আলি মুহিম বলেন, গত বৃহস্পতিবার বিকেলে নগরীর মনিবাজারে চার দিনব্যাপী প্রদর্শনীর উদ্বোধন করেন, রাজশাহী মেডিকেল কলেজের অধ্যক্ষ ডা: খন্দকার মো. ফয়সাল আলম। এই সোসাইটি হারিয়ে যাওয়া প্রাচীন গাছগুলো সংরক্ষণ করে আসছে এবং প্রকৃতিকে নিজের কাছে রাখার সুন্দর একটি মাধ্যম সৃষ্টি করেছে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

দীর্ঘ ৫২ ঘণ্টা পর অনশন ভাঙলেন চবির ৯ শিক্ষার্থী

শপথ নিলেন নেপালের নতুন প্রধানমন্ত্রী, ছয় মাসের মধ্যে দিতে হবে নির্বাচন

নিহত সাংবাদিক শিবলীর পরিবারের পাশে সাদিক-ফরহাদ

বনসাইয়ের সৌন্দর্যে মুগ্ধ রাজশাহীর প্রকৃতিপ্রেমীরা

শরীরের ৯ লক্ষণে বুঝবেন অতিরিক্ত চিনি খাচ্ছেন কিনা

বিদেশে মৃত্যুর তিন মাস পর যুবকের লাশ পেলেন স্বজনরা