ভিডিও মঙ্গলবার, ২২ জুলাই ২০২৫

সিলেটে সুরমা ও কুশিয়ারা নদীর বাঁধ ভেঙে তলিয়ে যাচ্ছে লোকালয়

সিলেটে সুরমা ও কুশিয়ারা নদীর বাঁধ ভেঙে তলিয়ে যাচ্ছে লোকালয়

নিউজ ডেস্ক:  সিলেটের সুরমা ও কুশিয়ারা নদীর বাঁধ ভেঙে প্রবল বেগে পানি ঢুকছে লোকালয়ে। এছাড়াও বেশ কয়েকটি স্থানে নদীর পানি বাঁধ উপচে লোকালয়ে প্রবেশ করছে। 

রবিবার (১ জুন) রাত থেকে সোমবার (২ জুন) সকাল পর্যন্ত তিনটি স্থানে বাঁধ ভাঙার খবর পাওয়া গেছে। 

জকিগঞ্জ উপজেলার নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. মাহবুবুর রহমান জানিয়েছেন, রবিবার দিবাগত রাত আড়াইটার দিকে জকিগঞ্জ সদর ইউনিয়নের রারাই গ্রামে প্রথমে বাঁধ ভেঙে পানি লোকালয়ে প্রবেশ করতে শুরু করে। এরপর সোমবার ভোরে বাখরশাল এবং সকাল ৮টার দিকে খলাছড়া ইউনিয়নের লোহারমহল এলাকায় বাঁধ ভেঙে যায়। এতে প্রবল বেগে পানি ঢুকতে থাকে লোকালয়ে। এছাড়াও জকিগঞ্জ পৌর শহরসহ বিভিন্ন এলাকায় নদীর পানি বাঁধ উপচে আবাসিক এলাকায় ঢুকছে। অনেকের বাড়ি-ঘর ও ফসলি জমি পানিতে তলিয়ে গেছে।

এর আগে গতকাল রবিবার বিভিন্ন স্থানে বাঁধে ফাটল দেখা দেয়। পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে কয়েকটি এলাকায় স্থানীয় বাসিন্দারা বালু ও মাটিভর্তি বস্তা ফেলে বাঁধ রক্ষার চেষ্টা করেন। পানি উন্নয়ন বোর্ডের পক্ষ থেকেও কয়েকটি স্থানে পলিথিন দিয়ে বাঁধ ঢেকে রাখার চেষ্টা করা হয়। তবু, শেষরক্ষা হয়নি।

আরও পড়ুন

ইউএনও মো. মাহবুবুর রহমান আরো বলেছেন, প্রশাসন সার্বক্ষণিকভাবে পরিস্থিতি পর্যবেক্ষণ করছে। বন্যাকবলিত মানুষদের নিরাপদ আশ্রয়ে সরিয়ে নিতে কাজ চলছে। এরইমধ্যে আশ্রয়কেন্দ্রগুলো প্রস্তুত করা হয়েছে।

পানি উন্নয়ন বোর্ডের সিলেট কার্যালয়ের নির্বাহী প্রকৌশলী দীপক রঞ্জন দাশ বলেছেন, সুরমা ও কুশিয়ারা নদীর বাঁধের কয়েকটি স্থানে গতকাল ফাটল দেখা দেয়। আজ ভেঙে যাওয়ার খবর পেয়েছি। আমাদের লোকজন পরিস্থিতি নিয়ন্ত্রণে কাজ করছেন। যেখানে ফাটল দেখা দিয়েছে, সেগুলো যাতে না ভাঙে, সে ব্যাপারে পদক্ষেপ নেওয়া হচ্ছে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

চিকিৎসাধীন আরও চার শিক্ষার্থীর মৃত্যু: নিহতের সংখ্যা বেড়ে ২৭

বিমান দুর্ঘটনায় নিহত বেড়ে ২৩

মঙ্গলবারের এইচএসসি পরীক্ষা স্থগিত, জানালেন তথ্য উপদেষ্টা

এইচএসসি পরীক্ষা বর্জনের ঘোষণা বিভিন্ন কলেজের শিক্ষার্থীদের

জুলাই পুনর্জাগরণ অনুষ্ঠানমালার সব আয়োজন তিন দিনের জন্য স্থগিত

না ফেরার দেশে শিক্ষক মাহেরীন