ভিডিও বুধবার, ৩০ জুলাই ২০২৫

মাইলস্টোন দুর্ঘটনা : আহতদের মানসিক সেবায় হটলাইন-বিশেষ আউটডোর চালু

ছবি : সংগৃহিত,মাইলস্টোন দুর্ঘটনা : আহতদের মানসিক সেবায় হটলাইন-বিশেষ আউটডোর চালু

উত্তরার মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে সম্প্রতি ঘটে যাওয়া প্রশিক্ষণ বিমান দুর্ঘটনার পর হতাহত শিক্ষার্থী, শিক্ষক ও অভিভাবকদের মানসিক আঘাত প্রশমনে জরুরি ভিত্তিতে মানসিক স্বাস্থ্য সহায়তা কার্যক্রম শুরু করেছে জাতীয় মানসিক স্বাস্থ্য ইনস্টিটিউট ও হাসপাতাল। উদ্বেগ, আতঙ্ক ও ট্রমার মধ্য দিয়ে যাওয়া ক্ষতিগ্রস্তদের জন্য চালু করা হয়েছে হটলাইন, বিশেষ ‘আউটডোর সাইকিয়াট্রিক সেল’ এবং হাসপাতালের অন্তর্বিভাগে সংরক্ষিত বেড।

মঙ্গলবার (২৯ জুলাই) ইনস্টিটিউটের পরিচালক (ভারপ্রাপ্ত) অধ্যাপক ডা. মো. মাহবুবুর রহমান স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়েছে।

এতে বলা হয়, দুর্ঘটনায় মানসিকভাবে বিপর্যস্তদের সহায়তায় দ্রুত গঠন করা হয়েছে একটি বিশেষ কমিটি। চালু হয়েছে বিশেষজ্ঞ চিকিৎসকদের সমন্বয়ে আউটডোর সেবা এবং মাঠপর্যায়ে আউটরিচ কার্যক্রম। পাশাপাশি বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব সাইকিয়াট্রিস্টস (বিএপি) এর সহায়তায় তিন শিফটে হটলাইন চালু রাখা হয়েছে, যাতে সকাল ১০টা থেকে রাত ১০টা পর্যন্ত যেকোনো ব্যক্তি সরাসরি পরামর্শ নিতে পারেন।

হটলাইন নম্বরগুলো হচ্ছে—

১. সকাল ১০টা –দুপুর ২টা: ০১৮৩৫১৫৪৩৪১ / ০১৮৩৫১৫৫৫২১
২. দুপুর ২টা –বিকাল ৬টা: ০১৮৩৫১৫৩২৬২ / ০১৮৩৫১৫৪৩৪০
৩. বিকাল ৬টা –রাত ১০টা: ০১৮৩৫১৫৩০০৫ / ০১৮৩৫১৫৬২৬২

এছাড়া, ২৪ ঘণ্টা জরুরি প্রয়োজনে জাতীয় মানসিক স্বাস্থ্য ইনস্টিটিউটে সরাসরি যোগাযোগের নির্দেশনাও দেওয়া হয়েছে। ইতোমধ্যে কয়েকজন ক্ষতিগ্রস্ত শিক্ষার্থী সেখানে ভর্তি হয়ে মানসিক চিকিৎসা নিচ্ছেন। 

আরও পড়ুন

ইনস্টিটিউটের পরিচালক জানান, দুর্ঘটনার পর অনেক শিশুর মধ্যেই ঘুমের সমস্যা, আতঙ্ক, দুঃস্বপ্ন, স্কুলে যেতে অনীহা এবং হতাশার লক্ষণ দেখা দিয়েছে। তাই তাদের পাশে দাঁড়াতে অবিলম্বে জাতীয় পর্যায়ে এই সেবা কাঠামো চালু করা হয়েছে।

এদিকে, গতকাল (২৮ জুলাই) দুপুর ১২টায় শহীদ আবু সাঈদ কনভেনশন সেন্টারে দুর্ঘটনার মানসিক প্রভাব মোকাবিলায় একটি সমন্বয় সভা অনুষ্ঠিত হয়। সভায় অংশগ্রহণ করেন স্বাস্থ্য উপদেষ্টা, স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের বিশেষ সহকারী, স্বাস্থ্য সেবা ও শিক্ষা সচিব, স্বাস্থ্য অধিদপ্তর ও স্বাস্থ্য শিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক, মাইলস্টোন কলেজ কর্তৃপক্ষ, মনোরোগ বিশেষজ্ঞ এবং সংশ্লিষ্ট কর্মকর্তারা।

সভায় সিদ্ধান্ত হয়, দুর্ঘটনার ক্ষতিগ্রস্তদের মানসিক পুনর্বাসনে সমন্বিতভাবে একটি খসড়া কর্মপন্থা প্রণয়ন করা হবে, যা ২৯ জুলাই নির্ধারণ করা হয়েছে এবং আগামীকাল (৩০ জুলাই) চূড়ান্ত করা হবে।

এই পদক্ষেপের মাধ্যমে সরকারের স্বাস্থ্য বিভাগ একটি মানবিক এবং জরুরি সংকট ব্যবস্থাপনার উদাহরণ স্থাপন করেছে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।

 

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বাংলাদেশ-যুক্তরাষ্ট্রের শুল্কবিষয়ক বৈঠক

বগুড়ার সোনাতলায় বাঙালি পাড়ের মানুষের পারাপারে শেষ সম্বল ডিঙি নৌকা

জয়পুরহাটের আক্কেলপুরে বড় বোনের অপরাধে দুই বছর গৃহবন্দী ছোট বোন

দিনাজপুরের বিরামপুরে সাজাপ্রাপ্ত দুই আসামি গ্রেফতার

রংপুরে হত্যা মামলায় এক জনের যাবজ্জীবন কারাদন্ড

প্রবীণ নেতাকে অপমান করায় বাগাতিপাড়া তোলপাড়