ভিডিও শুক্রবার, ০৩ জানুয়ারি ২০২৫

প্রতিদিন লড়াই করছি: তাপসী পান্নু

প্রতিদিন লড়াই করছি: তাপসী পান্নু

ভারতের বর্তমান জনপ্রিয় নায়িকা তাপসীর পান্নু বর্তমানে প্রতিটি সিনেমার জন্য ১ থেকে ২ কোটি রুপি পারিশ্রমিক নিয়ে থাকেন। তাকে কাস্ট করতে হলে প্রযোজকের এ পরিমাণ অর্থ গুনতে হয়। কিন্তু শাহরুখ খানের ‘ডানকি’ ও ‘জড়ুয়া ২’ সিনেমায় পারিশ্রমিক নিয়ে তাকে বৈষম্যের শিকার হতে হয়েছে।

এমনটি জানিয়ে এ অভিনেত্রী বলেন, ‘সবাই মনে করেছে যে এ দুটি সিনেমায় অভিনয়ের জন্য আমাকে মনে হয় অনেক অর্থ দেওয়া হয়েছে। কিন্তু আসলে বিষয়টি তা নয়। আমি আমার চাহিদার চেয়ে আরও কম পারিশ্রমিক পেয়েছিলাম। এর কারণ তারা অভিনেত্রীদের থেকে অভিনেতাদের বেশি মূল্যায়ন করে থাকেন। তারা মনে করেন, সিনেমায় একজন তারকা অভিনেতা থাকলে অভিনেত্রীর আর কী দরকার। এর অভিনেতাদের পারিশ্রমিক ঠিক থাকলেও আমাদেরটা নিয়ে তাদের ঝামেলা থাকে। এ বিষয়টি নিয়ে আমি দীর্ঘদিন কথা বলে যাচ্ছি। কারণ তারা মনে করে এরই মধ্যে একজন বড়ুয়া নায়ক আছে, এর জন্য আমাদের কেন অন্য কাউকে দরকার? তাদের এ ধ্যানধারণাগুলোর সঙ্গে আমি প্রতিদিন লড়াই করে যাচ্ছি। জানি না কবে বদলাতে পারব।’

‘ডানকি’ সিনেমায় তাপসী প্রথমবারের মতো জুটি বেঁধেছিলেন বলিউড বাদশাহ শাহরুখ খানের সঙ্গে। এটি পরিচালনা করেন রাজকুমার হিরানি। সিনেমাটি মুক্তি পায় ২০২৩ সালে। এ ছাড়া ‘জড়ুয়া ২’ পায় ২০১৭ সালে। এতে তাপসী ছাড়া আরও অভিনয় করেন বরুণ ধাওয়ান ও জ্যাকুলিন ফার্নান্দেজ। সিনেমাটি পরিচালনা করেন ডেভিড ধাওয়ান। তাপসীকে সবশেষ অভিনয় করতে দেখা যায় ‘ফির আয়ি হাসিন দিলরুবা’ সিনেমায়। নেটফ্লিক্সে আগস্টের ৯ তারিখ প্রিমিয়ার হয় এটি। প্রথম পর্বের সফলতার পর দ্বিতীয় পর্বেও অভিনেত্রী তাপসীকে দেখা যায় প্রধান চরিত্রে। এটি পরিচালনা করেছেন জয়প্রদ দেশাই এবং এর গল্প লিখেছেন কণিকা ধিল্লন। 

আরও পড়ুন

 

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

নতুন বছরকে গ্রাহকদের সাথে নিয়ে স্বাগত জানালো সেইলর 

গ্রাহকদের সাথে নিয়ে নতুন বছরকে স্বাগত জানালো সেইলর

ধরা-ছোঁয়ার বাইরে রংপুর

খালেদা জিয়ার বাসভবনে সেনাপ্রধান

খুলনায় বৈষম্যবিরোধীদের ওপর হামলায় নারীসহ আহত ৮, দু’জন আইসিইউতে

সরকারি দফতরে তদবির বন্ধে সচিবদের কাছে তথ্য উপদেষ্টার চিঠি