ভিডিও রবিবার, ০৫ জানুয়ারি ২০২৫

৪৩তম বিসিএস: পুনর্বিবেচনার সুযোগ পাচ্ছেন বাদ পড়া প্রার্থীরা

৪৩তম বিসিএস: পুনর্বিবেচনার সুযোগ পাচ্ছেন বাদ পড়া প্রার্থীরা

৪৩ বিসিএসে উর্ত্তীণদের মধ্যে বাদ পড়া ব্যক্তিরা চাকরি ফেরত পেতে আবেদন করলে তা পুনর্বিবেচনা করবে সরকার।

আজ বৃহস্পতিবার (২ জানুয়ারি) জনপ্রশাসন মন্ত্রণালয় এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানায়।

এ বিজ্ঞপ্তিতে বলা হয়, একাধিক গোয়েন্দা সংস্থার প্রতিবেদন বিবেচনায় নিয়ে সাময়িকভাবে ২২৭ জনকে বাদ দেয়া হয়েছে। পাশাপাশি তাদের বিষয়ে অধিকতর যাচাই-বাছাই ও খোঁজখবর নেয়ার সিদ্ধান্ত নেয়া হয়েছে। এছাড়া, স্বাস্থ্য পরীক্ষায় অনুপস্থিত থাকায় ৪০ জনকে অনুপযুক্ত বিবেচনা করা হয়। এই ২২৭ জনের মধ্যে যে কেউ পুনর্বিবেচনার আবেদন করলে তা গ্রহণ করা হবে।

আরও পড়ুন

এর আগে, গতকাল বুধবার (১ জানুয়ারি) সচিবালয়ের সামনে অবস্থান নেন ৪৩ তম বিসিএসে বাদ পড়া ব্যক্তিরা। এ সময় তারা নিয়োগের দাবি জানান।

গত ১৫ অক্টোবর সুপারিশপ্রাপ্তদের মধ্যে থেকে ৯৯ জনকে বাদ দিয়ে ২২৬৪ জনকে নিয়োগ দিয়ে প্রজ্ঞাপন জারি করা হয়। এরপর ৩০ ডিসেম্বর আগের প্রজ্ঞাপন বাতিল করে জনপ্রশাসন মন্ত্রণালয় ১ হাজার ৮৯৬ জনকে নিয়োগ দেয়। তাতে প্রথম প্রজ্ঞাপন থেকে ১৬৮ জন বাদ পড়েন। আর দুই প্রজ্ঞাপন মিলিয়ে ২৬৭ জন বাদ পড়েন। এদের মধ্যে স্বাস্থ্য পরীক্ষায় অনুপস্থিত থাকায় ৪০ জন ও গোয়েন্দা প্রতিবেদন অসন্তোষজনক থাকায় ২২৭ জনকে বাদ দেয়ার কথা জানায় জনপ্রশাসন মন্ত্রণালয়।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

নজরুলকে জাতীয় কবির মর্যাদা

রংপুরের গঙ্গাচড়ায় মোটরসাইকেল চোর চক্রের ২ সদস্য গ্রেপ্তার

সিরাজগঞ্জের উল্লাপাড়ায় ধর্ষণ মামলায় যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামি গ্রেপ্তার

বগুড়া জেলা প্রশাসকের কার্যালয়ে অগ্নিকাণ্ড, কোনো ক্ষয়-ক্ষতি হয়নি

লালমনিরহাটে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে যুবকের মৃত্যু

বগুড়ার ধুনটে যমুনা পাড়ের মৎস্যজীবীদের দুর্বিষহ জীবনযাপন