ভিডিও বুধবার, ২৮ মে ২০২৫

কুড়িগ্রামের সীমান্তে পুশ ইনকে কেন্দ্র করে উত্তেজনা

কুড়িগ্রামের সীমান্তে পুশ ইনকে কেন্দ্র করে উত্তেজনা

মফস্বল ডেস্ক : কুড়িগ্রামের রৌমারী উপজেলার বড়াইবাড়ি সীমান্ত দিয়ে ১৪ জনের পুশ ইনের ঘটনাকে কেন্দ্র করে বিজিবি-বিএসএফ’র মধ্যে উত্তেজনা বিরাজ করছে। আজ মঙ্গলবার (২৭ মে) ভোর ৪টার দিকে বড়াইবাড়ি সীমান্তে ১০৬৭ সীমানা পিলারের নো ম্যানস ল্যান্ডে এ ঘটনা ঘটে। এ ঘটনাকে কেন্দ্র করে সীমান্তে কয়েক রাউন্ড গুলি ছোড়া হয়েছে বলে জানান স্থানীয়রা। বর্তমানে পুশ ইন ঠেকাতে এলাকাবাসীর সহায়তায় বড়াইবাড়ি বিজিবি ক্যাম্পের সদস্যরা কঠোর অবস্থানে রয়েছে বলে জানা গেছে।

স্থানীয় ও একাধিক সূত্র জানায়, মঙ্গলবার ভোর ৪টার দিকে ১৪ জন নারী-পুরুষকে বড়াইবাড়ি সীমান্ত দিয়ে পুশ ইন করে ভারতীয় সীমান্ত রক্ষী বাহিনী বিএসএফ। বিষয়টি বুঝতে পেরে পুশ ইন ঠেকাতে বাধা দেয় বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। এ নিয়ে বিজিবি ও বিএসএফ’র মধ্যে উত্তেজনা সৃষ্টি হয়। পরে বিজিবি’র পক্ষ থেকে পতাকা বৈঠকের আহ্বান জানানো হলেও বিসএফ’র পক্ষ থেকে কোনো সাড়া মেলেনি বলে জানা গেছে।

সীমান্তের নো ম্যানস ল্যান্ডে পুশ ইন করা ব্যক্তিরা অবস্থান করছেন বলে জানা গেছে। তাদের মধ্যে ৯ জন পুরুষ ও ৫ জন নারী, তারা সবাই ভারতের বাসিন্দা বলে প্রাথমিকভাবে স্থানীয় সূত্রে জানা গেছে। জামালপুর ব্যাটালিয়নের-৩৫ বিজিবি’র সহকারী পরিচালক (ভারপ্রাপ্ত অ্যাডজুটেন্ট) শামসুল হক বলেন, বিএসএফ অবৈধভাবে পুশ ইনের চেষ্টা করলে আমাদের বিজিবি বাধা দেয়।

আরও পড়ুন

পুশ ইন করা ব্যক্তিরা কোন দেশের নাগরিক তা জানা যায়নি, তারা দুই দেশে শূন্য রেখায় আছে। ঘটনাস্থলে ঊর্ধ্বতন কর্তৃপক্ষ গেছেন। কিন্তু কোনো গোলাগুলির ঘটনা ঘটেনি বলে জানান তিনি।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বাংলাদেশ সিরিজ শুরুর আগমুহূর্তে ছিটকে গেলেন ওয়াসিম

 শেফিল্ডকে বিদায় জানানোর সময় ভাগ্যকে দুষলেন হামজা

ময়মনসিংহে ভাবি ও মুক্তিযোদ্ধাকে জবাই হত্যা করলো মানসিক ভারসাম্যহীন ব্যাক্তি

সৌদিতে চাঁদ দেখা গেছে, ঈদ ৬ জুন

সৌদি আরব থেকে উট এনে খামারে লালন-পালন, প্রতিটির দাম ৩০-৩২ লাখ

বগুড়া শাজাহানপুরে গোহাইল ইসলামিয়া উচ্চ বিদ্যালয় ও কলেজে দিনভর হট্টগোল অধ্যক্ষের মটরসাইকেলে আগুন