ভিডিও বুধবার, ১৩ নভেম্বর ২০২৪

সীতাকুণ্ডে সাবেক ইউপি চেয়ারম্যান ও আ’লীগ সভাপতিকে গ্রেফতার

সীতাকুণ্ডে সাবেক ইউপি চেয়ারম্যান ও আ’লীগ সভাপতিকে গ্রেফতার

নিউজ ডেস্ক:  চট্টগ্রামের সীতাকুণ্ড উপজেলার বাড়বকুণ্ড ইউনিয়নের সাবেক চেয়ারম্যান সাদাকাত উল্লাহ মিয়াজীকে (৫৫) নগরীর আকবর শাহ্ থানা এলাকা থেকে গ্রেফতার করেছে পুলিশ। তার বিরুদ্ধে থানায় বেশ কয়েকটি মামলা রয়েছে। তিনি বাড়বকুণ্ড ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি।

শুক্রবার (৮ নভেম্বর) রাত ৮টার দিকে তাকে গ্রেফতার করা হয়।

থানা-পুলিশ সূত্রে জানা গেছে, ৫ আগস্ট শেখ হাসিনা সরকার পতনের পর তার বিরুদ্ধে বেশ কয়েকটি মামলা হয়। তিনি সরকার পতনের পর থেকে পালাতক ছিলেন। গোপন সংবাদের ভিত্তিতে পুলিশ জানতে পারে, নগরীর আকবরশাহ থানা এলাকায় একটি ভাড়া বাসায় তিনি অবস্থান করছেন। এমন সংবাদের ভিত্তিতে পুলিশ অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করে।

আরও পড়ুন


সীতাকুণ্ড থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুজিবুর রহমান বলেন, ইউপি চেয়ারম্যান ও আওয়ামী লীগ সভাপতি সাদাকাত উল্লাহ মিয়াজীর বিরুদ্ধে বেশ কয়েকটি মামলা রয়েছে। সরকার পতনের পর থেকে তিনি পলাতক থাকায় গ্রেফতার করা সম্ভব হয়নি। গোপন সংবাদের ভিত্তিতে তাকে গ্রেফতার করে থানায় আনা হয়েছে। আদালতের মাধ্যমে তাকে কারাগারে পাঠানো হবে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

সেতু মেরামতের আশায় বীরগঞ্জের ৬ গ্রামের মানুষ

সিরাজগঞ্জে সড়ক দুর্ঘটনায় ২ মোটরসাইকেল আরোহী নিহত

নওগাঁর ধামইরহাটে ৮৩ শতাংশ জমির ধান নষ্ট করার অভিযোগ

১১তম বিপিএলের আসর শুরু ৩০ ডিসেম্বর, চূড়ান্ত সূচি প্রকাশ

জয়পুরহাটের কালাইয়ে ট্রাকের ধাক্কায় মোটরসাইকেল আরোহী নিহত

বগুড়ার সারিয়াকান্দিতে হেরোইনসহ মাদককারবারি আটক