জয়পুরহাটের কালাইয়ে ট্রাকের ধাক্কায় মোটরসাইকেল আরোহী নিহত
কালাই (জয়পুরহাট) প্রতিনিধি : জয়পুরহাটের কালাই পৌর এলাকায় ট্রাকের ধাক্কায় মোটরসাইকেল আরোহী আনছার আলী (৪৮) নামের এক ব্যক্তির মৃত্যু হয়েছে। দ্রুতগামী একটি ট্রাক পিছন থেকে ধাক্কা দেওয়ায় মোটরসাইকেল আরোহী সড়কে ছিটকে পড়ে। এতে ওই ট্রাকের চাকায় পিষ্ট হয়েই তার মৃত্যু হয়। আজ মঙ্গলবার (১২ নভেম্বর) সন্ধ্যা সাড়ে ৬টার দিকে কালাই পৌর শহরের হাজীপাড়া মোড় এলাকায় জয়পুরহাট-বগুড়া মহাসড়কে এ দুঘর্টনা ঘটে।
খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মৃতদেহ উদ্ধার করে। নিহত আনছার আলী উপজেলার আহম্মেদাবাদ ইউনিয়নের বোড়াই গ্রামের মৃত আব্দুর রহিমের ছেলে। তিনি কালাই পৌর শহরে এনজিওপাড়া মহল্লায় নিজ বাড়িতে বসবাস করতেন।
নিহতের ছোট ভাই আশরাফ আলী জানান, বিকেলে তার বড় ভাই আনছার আলী মোটরসাইকেল নিয়ে মাছ কেনার জন্য জয়পুরহাট বৌবাজারে যান। সন্ধ্যার পর সেখান থেকে কালাইয়ে আসার পথে পৌর শহরের হাজীপাড়া মোড় এলাকায় পৌঁছলে পিছন থেকে একটি ট্রাক এসে তার মোটরসাইকেলে ধাক্কা দেয়। তিনি মোটরসাইকেল থেকে ছিটকে সড়কের পড়লে ওই ট্রাকের চাকা তার মাথার ওপর দিয়ে যায়, এতে তিনি ঘটনাস্থালেই মারা যান।
আরও পড়ুনকালাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাহিদ হোসেন বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করে। ট্রাক নিয়ে চালক পালিয়ে গেছে। পরিবারের লোকজন আসলে লাশ হস্তান্তর করা হবে।
মন্তব্য করুন