ভিডিও বুধবার, ১৩ নভেম্বর ২০২৪

চ্যাম্পিয়ন্স ট্রফি আয়োজনে অনড় পিসিবি

চ্যাম্পিয়ন্স ট্রফি আয়োজনে অনড় পিসিবি, ছবি: সংগৃহীত

স্পোর্টস ডেস্ক : আগামী বছর শুরু হচ্ছে চ্যাম্পিয়ন্স ট্রফি। পাকিস্তানে বসবে আগামী আসর। আগামী ফেব্রুয়ারি-মার্চে এই টুর্নামেন্ট মাঠে গড়ানোর কথা থাকলেও দেশটিতে ৫০ ওভারের ক্রিকেট টুর্নামেন্ট হবে কিনা তা নিয়ে সংশয় বেড়েই চলেছে।

ভারতের বার্তা সংস্থা পিটিআইয়ের প্রতিবেদন অনুযায়ী, গত এশিয়া কাপের মতো চ্যাম্পিয়ন্স ট্রফিও হতে পারে হাইব্রিড মডেলে। কিন্তু পিসিবি’র পক্ষ থেকে সেই সম্ভবানা উড়িয়ে দেওয়া হয়েছে। ভারত-পাকিস্তান দুই দলের মধ্যকার দ্বিপাক্ষিক সিরিজ বন্ধ অনেকদিন। রাজনৈতিক বৈরিতার কারণে এক দল আরেক দেশে সিরিজ খেলা থেকে দূরে আছে। তবে পাকিস্তান ভারতে ঠিকই আন্তর্জাতিক টুর্নামেন্ট খেলতে গেছে। ২০১১ ওয়ানডে বিশ্বকাপ, ২০১৬ টি-টোয়েন্টি বিশ্বকাপের পর ২০২৩ সালে ওয়ানডে বিশ্বকাপ খেলতে ভারতের মাটিতে পা রেখেছে পাকিস্তান। কিন্তু পাকিস্তানের মাটিতে ভারতীয় দলকে পাঠাতে অনীহা ভারতীয় ক্রিকেট বোর্ড বিসিসিআই’র।

২০২৩ সালে এশিয়া কাপের আয়োজক ছিল পাকিস্তান। কিন্তু ভারত গো ধরে থাকায় হাইব্রিড পদ্ধতি নামের এক উদ্ভট পদ্ধতিতে টুর্নামেন্ট আয়োজন করা হয়। যেখানে ভারতের ম্যাচগুলো শ্রীলঙ্কায় সরিয়ে নেয়া হয়। ফাইনালও হয় শ্রীলঙ্কার আর. প্রেমাদাসা স্টেডিয়ামে। আসন্ন চ্যাম্পিয়ন্স ট্রফিতে রোহিত শর্মা, বিরাট কোহলিদের পাকিস্তানের মাটিতে খেলার সম্ভাবানা সৃষ্টি হয়েছিল। কিন্তু তা নিয়ে ফের টালবাহানা শুরু করেছে ভারত। ফলে  মানুষের মনে প্রশ্ন জেগেছে  আইসিসি’র টুর্নামেন্ট খেলতে ভারত কী পাকিস্তানে যাবে? প্রশ্নের উত্তর খোদ আইসিসির কাছেও নেই। চ্যাম্পিয়নস ট্রফির সময় ঘনিয়ে আসায় ভারতের অংশগ্রহণের ব্যাপারে বোর্ড অব কন্ট্রোল ফর ক্রিকেট ইন ইন্ডিয়ার (বিসিসিআই) কাছে লিখিত উত্তর চেয়েছে পিসিবি। ক্রিকেট পাকিস্তান এমন খবর প্রকাশ করলে পরেরদিনই ভারতীয় সংবাদমাধ্যম পিটিআই জানায়, ভারতের অংশগ্রহণ নিশ্চিত করতে হাইব্রিড মডেলের চ্যাম্পিয়ন্স ট্রফি আয়োজনে আপত্তি নেই পিসিবি’র।
এমনটা হলে ভারতের ম্যাচগুলো পাকিস্তানের বাইরে সম্ভাব্য ভেন্যু শারজাহ বা দুবাইয়ে অনুষ্ঠিত হবে। তবে ভারতীয় সংবাদমাধ্যমের এমন খবরকে উড়িয়ে দিয়েছে আয়োজক পিসিবি। স্পোর্টস তাক একটি সূত্র দিয়ে নিশ্চিত করেছে, নিজেদের মাটিতে চ্যাম্পিয়ন্স ট্রফি আয়োজনে অনড় পাকিস্তান। সূত্রটি স্পোর্টস তাককে বলেছে, ‘হাইব্রিড মডেল আমাদের বিবেচনায় নেই। চ্যাম্পিয়নস ট্রফি যেভাবে হওয়ার কথা সেটার কোন পরিবর্তন হয়নি। এক্স, ওয়াই, জেড সূত্র ব্যবহার করে কিছু গল্প দাবি করে। শুধুমাত্র কিছু ভিউয়ের জন্য মানুষ এসব করে। এখন পর্যন্ত চ্যাম্পিয়নস ট্রফির ব্যাপারে আমাদের অবস্থান আগে যা ছিল এখনও তাই আছে। আমরা এখন পর্যন্ত কোন সিদ্ধান্ত নিইনি।’

আরও পড়ুন

চ্যাম্পিয়ন্স ট্রফি আয়োজনের প্রস্তুতি দেখতে আইসিসির একটি প্রতিনিধি দল রোববার (১০ নভেম্বর) পাকিস্তান সফরে যাবে। এরপর ১১ নভেম্বর প্রকাশিত হিতে পারে চ্যাম্পিয়ন্স ট্রফির সূচি। প্রস্তাবিত সূচি অনুযায়ী, ৮ দলের এই টুর্নামেন্ট ফেব্রুয়ারির ১৯ তারিখে মাঠে গড়ানোর কথা। আর লাহোরের গাদ্দাফি স্টেডিয়ামে ৯ মার্চ মাঠে গড়ানোর কথা ফাইনাল।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

সেতু মেরামতের আশায় বীরগঞ্জের ৬ গ্রামের মানুষ

সিরাজগঞ্জে সড়ক দুর্ঘটনায় ২ মোটরসাইকেল আরোহী নিহত

নওগাঁর ধামইরহাটে ৮৩ শতাংশ জমির ধান নষ্ট করার অভিযোগ

১১তম বিপিএলের আসর শুরু ৩০ ডিসেম্বর, চূড়ান্ত সূচি প্রকাশ

জয়পুরহাটের কালাইয়ে ট্রাকের ধাক্কায় মোটরসাইকেল আরোহী নিহত

বগুড়ার সারিয়াকান্দিতে হেরোইনসহ মাদককারবারি আটক