ভিডিও বুধবার, ১৩ নভেম্বর ২০২৪

সাবেক আইজিপি শহিদুল ও এক উপসচিব কুমিল্লা কারাগারে

সাবেক আইজিপি শহিদুল ও এক উপসচিব কুমিল্লা কারাগারে

পুলিশের সাবেক এক মহাপরিদর্শক (আইজিপি) ও এক উপসচিবকে কুমিল্লা কারাগারে আনা হয়েছে।

আজ শনিবার (৯ নভেম্বর)দুজনকে কুমিল্লা কারাগারে আনা হয়েছে। কারাগারে একটি বিশ্বস্ত সূত্র বিষয়টি নিশ্চিত করেছে।

তারা হলেন পুলিশের সাবেক মহাপরিদর্শক (আইজিপি) শহীদুল হক ও সাবেক উপসচিব কিবরিয়া মজুমদার।

ওই সূত্রে জানা গেছে, দুপুরের কিছু সময় পর ঢাকা কেন্দ্রীয় কারাগার থেকে প্রিজন ভ্যানে কঠোর নিরাপত্তায় তাদের কুমিল্লা কারাগারের ফটকে আনা হয়। তবে কোন মামলায় বা কি কারণে তাদের কুমিল্লা কারাগারে আনা হয়েছে সে বিষয়ে সূত্রটি কিছুই নিশ্চিত করেননি। তবে কারাগারে কঠোর নিরাপত্তা জোরদার করা হয়েছে বলে জানিয়েছে সূত্রটি।

আরও পড়ুন

আরেকটি সূত্রে জানা গেছে, ১১ নভেম্বর কুমিল্লা আদালতে বিশেষ ক্ষমতা আইনের একটি মামলায় তাদের হাজিরার কথা রয়েছে। যে কারণে দুজনকে এই কারাগারে আনা হয়েছে। মামলার কার্যক্রম শেষ হলে আবারও তাদের ঢাকায় প্রেরণ করা হবে বলে জানিয়েছে সূত্রটি।

 

এ বিষয়ে কুমিল্লা কারাগারের সিনিয়র জেল সুপার মো. আব্দুল জলিল বলেন, কুমিল্লা কারাগারে প্রতিদিনই অনেক আসামি আনা নেয়া হয়। 

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

সেতু মেরামতের আশায় বীরগঞ্জের ৬ গ্রামের মানুষ

সিরাজগঞ্জে সড়ক দুর্ঘটনায় ২ মোটরসাইকেল আরোহী নিহত

নওগাঁর ধামইরহাটে ৮৩ শতাংশ জমির ধান নষ্ট করার অভিযোগ

১১তম বিপিএলের আসর শুরু ৩০ ডিসেম্বর, চূড়ান্ত সূচি প্রকাশ

জয়পুরহাটের কালাইয়ে ট্রাকের ধাক্কায় মোটরসাইকেল আরোহী নিহত

বগুড়ার সারিয়াকান্দিতে হেরোইনসহ মাদককারবারি আটক