ভিডিও বুধবার, ১৩ নভেম্বর ২০২৪

চাঁপাইনবাবগঞ্জে জমি নিয়ে বিরোধে মারামারি নিহত ১

চাঁপাইনবাবগঞ্জে জমি নিয়ে বিরোধে মারামারি নিহত ১, প্রতীকী ছবি

চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি : চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলার চককীর্ত্তি ইউনিয়নের ৭নং ওয়ার্ডের চানপুর গাবতলা গ্রামে জমি নিয়ে সংঘর্ষের জেরে আপন চাচাতো ভাইদের সাথে মারামরিতে ধারাল অস্ত্রের আঘাতে আলমগীর হোসেন (৪০) নামে এক ব্যক্তি নিহত হয়েছে।

আহত হয়েছে অন্তত: ১০ জন। এ ঘটনায় পুলিশ ৪ জনকে আটক করেছে। আহতের রাজশাহী মেডিকেল কলেজ, চাঁপাইনবাবগঞ্জ জেলা হাসপাতাল ও শিবগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তিসহ বিভিন্ন স্থানে চিকিৎসা দেয়া হয়েছে। নিহত আলমগীর গাবতলা গ্রামের মৃত গোলাম মোস্তফার ছেলে।

পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, আজ শনিবার (৯ নভেম্বর) দুপুর সোয়া ১২টার দিকে গাবতলা গ্রামের আমবাগানে জমি নিয়ে আলমগীরের সাথে তার চাচাতো ভাই পাশের কংসেরা গ্রামের মোংলার ছেলে মনিরুল ও ডলারের মধ্যে মারামারি লাগে। মারামারিতে উভয়পক্ষে লাঠি, হাসুয়াসহ ধারাল অস্ত্রের ব্যবহার হয়।

আরও পড়ুন

এসময় আহত হন আলমগীর। তাকে উদ্ধার করে হাসপাতলে নেবার পথে মারা যান। শিবগঞ্জ থানার পরিদর্শক (তদন্ত) আরমান হোসেন বলেন, ঘটনায় আলমগীর নিহত ও তার পক্ষের ৪ জন ও প্রতিপক্ষের অন্তত: ৬ জন আহত হন। পুলিশ মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য জেলা হাসপাতাল মর্গে পাঠিয়েছে।

 ঘটনার পর পুলিশ অভিযানে নিহতের প্রতিপক্ষের ৪ জনকে আটক করা হয়েছে।  ঘটনার তদন্ত শুরু হয়েছে ও মামলার বিষয়টি প্রক্রিয়াধীণ। সংশ্লিষ্ট ওয়ার্ড সদস্য রবিউল ইসলাম বলেন, দু’পক্ষের অপর এক চাচা শুধু মেয়ে সন্তান রেখে মারা গেলে সেই সম্পতিতে অন্য চাচাদের প্রাপ্য অংশ নিয়ে বিরোধের সূত্রপাত। আজকের ঘটনায় নিহত আলমগীরের পক্ষের অন্তত: ৫/৬ জন ও প্রতিপক্ষের অন্তত: ১০/১২ জন আহত হন। ধারাল অস্ত্রের আঘাতে তাদের অন্তত: ৩ জন উন্নত চিকিৎসার জন্য রাজশাহীতে ভর্তি হয়েছেন।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

সেতু মেরামতের আশায় বীরগঞ্জের ৬ গ্রামের মানুষ

সিরাজগঞ্জে সড়ক দুর্ঘটনায় ২ মোটরসাইকেল আরোহী নিহত

নওগাঁর ধামইরহাটে ৮৩ শতাংশ জমির ধান নষ্ট করার অভিযোগ

১১তম বিপিএলের আসর শুরু ৩০ ডিসেম্বর, চূড়ান্ত সূচি প্রকাশ

জয়পুরহাটের কালাইয়ে ট্রাকের ধাক্কায় মোটরসাইকেল আরোহী নিহত

বগুড়ার সারিয়াকান্দিতে হেরোইনসহ মাদককারবারি আটক