আদালতের বাইরে হাঙ্গামা
বগুড়ায় নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগ নেতা তৌহিদের ফাঁসির দাবিতে বিক্ষোভ
স্টাফ রিপোর্টার : নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের বগুড়া জেলা কমিটির সহ-সভাপতি তৌহিদ আহম্মেদকে আজ শনিবার (৯ নভেম্বর) সন্ধ্যার পর আদালতে হাজির করা হলে তার ফাঁসির দাবিতে বিক্ষোভ করেছে বিভিন্ন ছাত্র সংগঠনের নেতাকর্মীরা।
গতকাল শুক্রবার তাকে গ্রেপ্তারের পর আজ শনিবার (৯ নভেম্বর) আদালতে হাজির করা হয়। জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট কোর্টে হাজির করার সংবাদ চারিদিকে ছড়িয়ে পড়লে বিক্ষুদ্ধ ছাত্ররা আদালতের সামনে উপস্থিত হয়ে ইনকিলাব জিন্দাবাদ স্লোগান দেওয়ার পাশাপাশি তৌহিদের ফাঁসির দাবি করেন। সাধারণ ছাত্রদের মিছিল এর পাশাপাশি ছাত্রদলের একটি মিছিল আদালতের বাইরে বিক্ষোভ করে।
তারা তৌহিদ এর দৃষ্টান্তমূলক বিচার দাবি করেন। বিক্ষুদ্ধ ছাত্ররা তৌহিদকে বহনকরা পুলিশের গাড়িতে থাবড়িয়ে ক্ষোভ মিটান। এ সময় বিশৃঙ্খলা হলে সেনাবাহিনীর সদস্যরা এসে বিক্ষোভকারীদের হটিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে নেয়।
আরও পড়ুনউল্লেখ্য গতকাল শুক্রবার সন্ধ্যা সাড়ে ৬টার দিকে শিবগঞ্জ উপজেলার বিহার বাজার এলাকা থেকে শিবগঞ্জ থানার পুলিশ হত্যা মামলার আসামি হিসাবে তৌহিদকে গ্রেপ্তার করে। তার নামে মোঃ আব্দুল বাকী বিল্লাহ হত্যাসহ একাধিক মামলা রয়েছে।
গোপন সংবাদের ভিত্তিতে শিবগঞ্জের বিহার বাজার এলাকায় অভিযান চালিয়ে তৌহিদ আহমেদকে গ্রেপ্তার করে পুলিশ। হত্যা মামলার আসামি জেলা ছাত্রলীগের সহ সভাপতি তৌহিদের জামিন নামঞ্জুর করে আজ শনিবার রাত ৮ টায় সেনাবাহিনীর সহযোগিতায় তৌহিদকে বগুড়া জেলা কারাগারে প্রেরণ করা হয়।
মন্তব্য করুন