ভিডিও বুধবার, ১৩ নভেম্বর ২০২৪

বগুড়ার শিবগঞ্জ শরিফ খান মাদ্রসায় যাতায়াতের রাস্তা নেই

বগুড়ার শিবগঞ্জ শরিফ খান মাদ্রসায় যাতায়াতের রাস্তা নেই, প্রতীকী ছবি

মোকামতলা (বগুড়া) প্রতিনিধি : বগুড়ার শিবগঞ্জ শরিফ খান ইসলামিয়া দাখিল মাদ্রাসাটি প্রতিষ্ঠিত হওয়ার ৫৫ বছরেও যাতায়াতের কোন রাস্তা নির্মাণ করা হয়নি। শিক্ষার্থীদে জমির আইল ও পুকুর পাড়ের পাশ দিয়ে যাতায়াত করতে হয়।

এলাকাবাসীর অভিযোগ মাদ্রাসায় যাতায়াতের জন্য কোন রাস্তা নেই। জমির আইল ও পাশে পুকুরপাড়ের ওপর দিয়ে যাতায়াত করতে হয়। রাস্তা নির্মাণের জন্য উপজেলা নির্বাহী অফিসারের কাছে আবেদন করা হয়েছে।

শিক্ষার্থীরা জানান, রাস্তা না থাকায় বর্ষা মৌসুমে আধাকিলোমিটার পর্যন্ত কাদামাখা জমির আইল দিয়ে অনেক কষ্ট করে মাদ্রাসায় আসতে হয়। মাদ্রাসার সুপার মাওলানা আব্দুল হাকিম বলেন, আশেপাশের চার থেকে সাড়ে চার কিলোমিটারের মধ্যে কোন মাধ্যমিক ও দাখিল মাদ্রাসা নেই। বর্তমানে এই মাদ্রাসায় ১৬ জন শিক্ষক পাঁচজন কর্মচারী ও ৩৭৫ জন শিক্ষার্থী রয়েছেন। শিক্ষার্থীরা সারা বছর খুব কষ্ট করে মাদ্রাসায় যাতায়াত কওের।

আরও পড়ুন

মাদ্রাসার সভাপতি ও উপজেলা নির্বাহী অফিসার তহমিনা আক্তার বলেন, ওই মাদ্রাসার রাস্তার সমস্যার বিষয়টি তিনি জেনেছেন। রাস্তা নির্মাণে জন্য তিনি প্রয়োজনীয় ব্যবস্থা নেবেন বলে জানান।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

সেতু মেরামতের আশায় বীরগঞ্জের ৬ গ্রামের মানুষ

সিরাজগঞ্জে সড়ক দুর্ঘটনায় ২ মোটরসাইকেল আরোহী নিহত

নওগাঁর ধামইরহাটে ৮৩ শতাংশ জমির ধান নষ্ট করার অভিযোগ

১১তম বিপিএলের আসর শুরু ৩০ ডিসেম্বর, চূড়ান্ত সূচি প্রকাশ

জয়পুরহাটের কালাইয়ে ট্রাকের ধাক্কায় মোটরসাইকেল আরোহী নিহত

বগুড়ার সারিয়াকান্দিতে হেরোইনসহ মাদককারবারি আটক