ক্যান্সার আক্রান্ত সাদিয়া দুই শিশু সন্তানের জন্য বাঁচতে চান
কালাই (জয়পুরহাট) প্রতিনিধি : মাত্র ২৫ বছর বয়সে জীবন প্রদীপ নিভে যাওয়ার উপক্রম হয়েছে এক অসহায় মায়ের। নাম তার সাদিয়া আক্তার সেবা। মরণব্যাধি ক্যান্সারে আক্রান্ত হয়ে দুই সন্তানকে নিয়ে চোখে অন্ধকার দেখছেন। তার চিকিৎসার ব্যয়ভার বহন করার ভয়ে পালিয়ে গেছে স্বামী। এই অবস্থায় এ চিকিৎসার ব্যয়ভার বহন করতে না পেরে সমাজের দানশীল মানুষের কাছে সাহায্যের জন্য আবেদন করেছেন তিনি।
জয়পুরহাটের কালাই উপজেলার উদয়পুর ইউনিয়নের দুদাইল গ্রামের সাহিদ চৌধুরীর মেয়ে। বর্তমানে তিনি গাজীপুর চৌরাস্তা এলাকায় ভাড়া বাড়িতে তার মা-বাবা ও দুই শিশুকে নিয়ে থাকেন। ১৫ বছর বয়সে সেবা আক্তার বাড়ি থেকে পালিয়ে গিয়ে ভালবাসার মানুষকে বিয়ে করেন। শ্বশুরবাড়ি ছিল ফরিদপুর জেলার পীর আটরশি এলাকায়। তারা অনেক আগে থেকেই ঢাকায় বসবাস করে করেন।
বিয়ের পর থেকে তাদের সংসার ভালই চলছিল। তাদের সংসারে দুইটা ছেলে সন্তান রয়েছে। বড় ছেলের বয়স ৬ বছর আর ছোট ছেলের বয়স ১০ মাস। এরইমধ্যে গত ১০ মাস আগে তার শ্বাসনালী ও কণ্ঠনালীতে ক্যান্সার ধরা পড়ে। এরপর থেকে ঠিকমত কথাও বলতে পারেনা। দুই পরিবারের যা কিছু সহায় সম্বল ছিল তা বিক্রি এবং বিভিন্ন এনজিও থেকে ঋণ করে গত ৭/৮ মাস ধরে চিকিৎসা করে আসছেন। বর্তমানে অর্থের অভাবে থেমে গেছে তার চিকিৎসা।
আরও পড়ুনচিকিৎসকরা বলেছেন, সেবাকে বাঁচতে হলে দ্রুত থেরাপি দেওয়া শুরু করতে হবে। তার চিকিৎসার জন্য প্রয়োজন প্রায় ৭ লাখ টাকা। ব্যয়বহুল এই চিকিৎসার খরচ মেটাতে নি:স্ব হয়ে পড়েছে সেবার পরিবার। এরইমধ্যে তার স্বামী চিকিৎসা ব্যয় মিটাতে না পেরে ভয়ে অসুস্থ স্ত্রী ও সন্তানদের ফেলে পালিয়ে বেড়াচ্ছে।
সবার একটু সহযোগিতা পেয়ে মেয়েটা বাঁচবে, সেই সাথে দুটো সন্তান মা হারা হবেনা। সেবার জন্য আর্থিক সহায়তা পাঠাতে পারেন বিকাশ ০১৮৭৪১৫৮৫২০ অথবা নগদ ০১৩২১০৪৪১০৬।
মন্তব্য করুন