নেত্রকোণায় জাল টাকা,অস্ত্র ও ১৬টি মোবাইলসহ দুই নারী আটক
নিউজ ডেস্ক: নেত্রকোণার মোহনগঞ্জ পৌর শহরের কাজিয়াটি এলাকা থেকে জাল টাকা ও দেশীয় অস্ত্রসহ দুই নারীকে আটক করেছে যৌথবাহিনী।
শনিবার (৯ নভেম্বর) রাত সাড়ে ১২টা থেকে আড়াইটা পর্যন্ত অভিযান চালিয়ে তাদেরকে আটক করা হয়।
আটক শিউলী (৪০) কাজিয়াটি গ্রামের আহমদ আলীর মেয়ে ও মদিনা আকন্দ (১৮) কাজিয়াটি গ্রামের ছাবেত আকন্দর মেয়ে।
আরও পড়ুনমোহনগঞ্জ অস্থায়ী সেনা ক্যাম্পের লে. মো. মাহমুদুল হাসান মেহেদী জানান, কাজিয়াটি গ্রামের ফয়সাল নামে একজন মাদক ব্যবসায়ীকে আটক করার জন্য তার বাড়িতে অভিযান চালানো হয়। এসময় অভিযান টের পেয়ে ফয়সাল পালিয়ে যায়। সেখানে প্রায় দুই ঘণ্টা অভিযান চালিয়ে ২ হাজার জাল টাকা, ৪টি চাইনিজ কুড়াল, ৩টি চাপাতি, ৪টি রামদা, ৩টি ছুরি, ৫টি চাকু, ১৬টি মোবাইল ফোন, ৪টি সিম ও নগদ ৩০ হাজার ৭০০ টাকা জব্দ করা হয়। এসময় দুই নারীকে আটক করা হয়। আটক দুইজনসহ দ্রব্য সামগ্রী মোহনগঞ্জ থানায় হস্তান্তর করা হয়েছে।
মোহনগঞ্জ থানার ওসি (তদন্ত) মো. শফিকুজ্জামান বলেন, এ ঘটনায় আটককৃতদের বিরুদ্ধে মামলা করা হয়েছে। রোববার দুপুরে তাদের আদালতে পাঠানো হয়েছে।
মন্তব্য করুন