ভিডিও বুধবার, ১৩ নভেম্বর ২০২৪

পদ্মার চর দখলের জেরে দুই গ্রুপের সংঘর্ষে ১ নিহত

পদ্মার চর দখলের জেরে দুই গ্রুপের সংঘর্ষে ১ নিহত

নিউজ ডেস্ক:  কুষ্টিয়ার মিরপুর উপজেলার বহলবাড়িয়া ইউনিয়নের নওদা খাদেমপুর এলাকায় পদ্মার চর দখলকে কেন্দ্র করে দুই গ্রুপের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এসময় গুলিবিদ্ধ হয়ে তৌহিদুল ইসলাম (৪০) নামে একজন নিহত হয়েছেন। এছাড়াও আহত হয়েছেন আরও ১৩ জন।

রোববার (১০ নভেম্বর) সকাল সাড়ে ১০টার দিকে এ ঘটনা ঘটে।

নিহত তৌহিদুল ইসলাম ওই এলাকার মৃত মোজাহার আলী সর্দ্দারের ছেলে।

আহতরা হলেন- একই এলাকার আতিয়ার সরদারের ছেলে আলামিন (৩০), রাজু সরদারের ছেলে রুবেল (২৭), চেরু সরদারের ছেলে লিটু ও আজিজ, নাসিরের ছেলে রিজভী ও জুয়েল এবং মৃত মোজাহার সরদারের ছেলে আনিচুর, রুস্তম প্রামানিকের ছেলে এজাবার (৪৫), আতিয়ার সরদারের ছেলে জাহাঙ্গীর (৫০)। এছাড়া গুলিবিদ্ধ হয়ে আহত হয়েছেন মৃত কাশেম আলীর ছেলে কুদু সরদার, সাত্তারের ছেলে ইসলাম, কাদেরের ছেলে সাজাহান এবং আফজাল গাইনের ছেলে টিপু গাইন।

আরও পড়ুন

স্থানীয় সূত্রে জানা গেছে, পদ্মা নদীর মাঝে খাদেমপুর এলাকায় দাদাপুর নামক নতুন চর জেগে উঠেছে। এই চরের দখল নিয়ে এলাকার কয়েকদিন ধরেই উত্তেজনা চলছিলো। স্থানীয় সরদার, গাইন ও প্রামাণিক বংশের মধ্যে চরের দখল নিয়ে বিরোধ চলে আসছিলো। এরই ধারাবাহিকতায় রোববার সকালে এ সংঘর্ষের ঘটনা ঘটে। পরে স্থানীয়রা আহতদের উদ্ধার করে হাসপাতালে ভর্তি করেন।

মিরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মমিনুল ইসলাম জানান, চর দখলকে কেন্দ্র করে স্থানীয়দের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এসময় একজন গুলিবিদ্ধ হয়ে নিহতের পাশাপাশি বেশ কয়েকজন আহত হয়েছেন। বর্তমানে ওই এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। নিহত তৌহিদুল ইসলামের মরদেহ পুলিশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য কুষ্টিয়া ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতাল মর্গে প্রেরণ করেছে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

সেতু মেরামতের আশায় বীরগঞ্জের ৬ গ্রামের মানুষ

সিরাজগঞ্জে সড়ক দুর্ঘটনায় ২ মোটরসাইকেল আরোহী নিহত

নওগাঁর ধামইরহাটে ৮৩ শতাংশ জমির ধান নষ্ট করার অভিযোগ

১১তম বিপিএলের আসর শুরু ৩০ ডিসেম্বর, চূড়ান্ত সূচি প্রকাশ

জয়পুরহাটের কালাইয়ে ট্রাকের ধাক্কায় মোটরসাইকেল আরোহী নিহত

বগুড়ার সারিয়াকান্দিতে হেরোইনসহ মাদককারবারি আটক