উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হলো বগুড়া করতোয়া মাল্টিমিডিয়া স্কুল এ্যান্ড কলেজের নবীনবরণ অনুষ্ঠান
স্টাফ রিপোর্টার : বর্ণাঢ্য আয়োজনে উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হলো বগুড়া করতোয়া মাল্টিমিডিয়া স্কুল এ্যান্ড কলেজের ২০২৪-২৫ বর্ষের শিক্ষার্থীদের নবীন-বরণ অনুষ্ঠান। আজ রোববার (১০ নভেম্বর) সকালে শহরের জামিলনগরস্থ করতোয়া কনভেনশন সেন্টারে আয়োজিত নবীন-বরণ উপলক্ষে আলোচনা ও জমকালো সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানের শুরুতে নবীন শিক্ষার্থীদের ফুল দিয়ে বরণ করে নেন দ্বাদশ শ্রেণির শিক্ষার্থীরা। এরপর শুরু হয় মূল অনুষ্ঠান।
অনুষ্ঠানে আমন্ত্রিত অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন করতোয়া গ্রুপের চেয়ারম্যান এবং ওই প্রতিষ্ঠানের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান মোজাম্মেল হক ও দৈনিক করতোয়ার নির্বাহী সম্পাদক তাসলিমা হক রাকা। এছাড়া বক্তব্য রাখেন বগুড়া করতোয়া মাল্টিমিডিয়া স্কুল এ্যান্ড কলেজের অধ্যক্ষ অসিত কুমার সরকার,উপাধ্যক্ষ আঞ্জুমান আরা বেগম, প্রভাষক আবু মুসা, সাদিয়া এনাম এবং আল-আমীন। শিক্ষার্থীদের মধ্যে অনুভূতি প্রকাশ করে বক্তব্য রাখেন দ্বাদশ শ্রেণির শিক্ষার্থী জিহাদ হাসান, উমামা ইসলাম মৌনতা, মুস্তাফিজ, একাদশ শ্রেণির শিক্ষার্থী আতিয়া সুলতানা ও মো. সাদমান শাওন।
শিক্ষার্থীরা তাদের অনুভূতি প্রকাশ করে বলেন,এই প্রতিষ্ঠানে ভর্তি হওয়ার পেছনে তাদের অন্যতম কারণগুলোর মধ্যে রয়েছে নিয়মানুবর্তিতা ও সহ-শিক্ষা কার্যক্রম। এখানে পড়ে আমরা নিজেকে ভালো মানুষ হিসেবে গড়তে চাই। ধরে রাখতে চাই জুলাই বিপ্লবের ছাত্রদের সময় ও সম্মান ।
আরও পড়ুনপ্রতিষ্ঠানের অধ্যক্ষ অসিত কুমার সরকার তার বক্তব্যে বলেন, যাদের আজ বরণ করা হচ্ছে তারা সবেমাত্র স্কুলের গন্ডি পেরিয়ে এসেছো। আগামি দুই বছর তোমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ সময়। এই দুই বছরের পরিশ্রমই তোমাদের ভবিষ্যৎ নির্ধারণ করে দেবে।
বগুড়া করতোয়া মাল্টিমিডিয়া স্কুল এ্যান্ড কলেজের চেয়্যারম্যান মোজাম্মেল হক বলেন, শিক্ষার্থীদের সবার আগে সময় ও নিয়ম মানতে হবে। সময়ের কাজ সময়ে না করতে পারলে তার জীবন ব্যর্থতায় ভরা হয়। তাই তোমাদের সময়ানুবর্তিতা ও নিয়মানুবর্তি হতে হবে। যে জাতি এই দুটো জিনিস যত গুরুত্ব দেয় সেই জাতি তত উন্নত হয়।
আলোচনার মাঝে মাঝে শিক্ষার্থীদের পরিবেশনায় নাচ-গান-আবৃত্তি ও কৌতুকে অনুষ্ঠানস্থল রূপ নেয় উৎসবমুখর পরিবেশে।
মন্তব্য করুন