ভিডিও বুধবার, ১৩ নভেম্বর ২০২৪

বগুড়ায় আইন শৃঙ্খলা কমিটির সভায় পণ্যের দাম বৃদ্ধি এবং যানজট নিয়ে আলোচনা

বগুড়ায় আইন শৃঙ্খলা কমিটির সভায় পণ্যের দাম বৃদ্ধি এবং যানজট নিয়ে আলোচনা, ছবি: দৈনিক করতোয়া

স্টাফ রিপোর্টার : বগুড়া জেলা আইন শৃঙ্খলা কমিটির সভায় নিত্য প্রয়োজনীয় পণ্যের দাম, ভেজাল খাবার, মাদক এবং যানজট সমস্যা নিয়ে ব্যাপক আলোচনা করা হয়েছে।

বগুড়ার জেলা প্রশাসক হোসনা আফরোজার সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন অতিরিক্ত পুলিশ সুপার (পদোন্নতিপ্রাপ্ত পুলিশ সুপার) আব্দুর রশিদ, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট পিএম ইমরুল কায়েস, বগুড়ার সিভিল সার্জন শফিউল আজম, ভোক্তা অধিকার অধিদপ্তরের সহকারী পরিচালক মেহেদী হাসান, নিরাপদ খাদ্য কর্মকর্তা মো. রাসেল মিয়া, মাদক নিয়ন্ত্রন অধিদপ্তর বগুড়ার উপ পরিচালক রাজিউর রহমান, বাস মিনিবাস কোচ মালিক সমিতির সাধারণ সম্পাদক এরশাদুল বারী এরশাদ, বগুড়া প্রেসক্লাবের যুগ্ম আহবায়ক রাহাত রিটু, বগুড়া মোটর শ্রমিক ইউনিয়নের সভাপতি আব্দুল হামিদ মিটুল, সাধারণ সম্পাদক সৈয়দ কবির আহমেদ মিঠু প্রমুখ।

সভায় খুচরা বাজারে আলুর দাম অতিরিক্ত বেশি নেওয়া হচ্ছে বলে অভিযোগ করেন বক্তারা। সভায় বাজার স্থিতিশীল করার জন্য আগামি মৌসুমে সরকারিভাবে আলু কিনে কোল্ডস্টোরেজে রাখার পরামর্শ দেন বক্তারা। বক্তারা বলেন সরকারি ভাবে আলু কেনা হলে সিন্ডিকেট ব্যবসায়ীরা আর বাজার নিয়ন্ত্রন করতে পারবে না। সভায় ভোক্তা অধিকার অধিদপ্তরের পক্ষ থেকে জানান হয় প্রতি ড্রাম সয়াবিন তেলের দাম ১ হাজার টাকা বাড়লেও খুচরা পর্যায়ে তেলের দাম প্রতি লিটারে বাড়ানো হয়েছে ১০ থেকে ১৫ টাকা। অথচ প্রতি লিটার তেলের দাম ৫ টাকার বেশি বাড়ার কথা নয়।

আরও পড়ুন

সভায় ঘি‘য়ে ভেজাল, বিভিন্ন সামগ্রীতে ক্ষতিকর রং মেশানো বিষয়েও বক্তারা আলোচনা করেন। এছাড়াও হাইওয়েতে সিএনজি চালিত অটোরিকশা বন্ধ করা, রাস্তায় যেখানে সেখানে গাড়ি না থামানো নিয়েও আলোচনা করা হয়। 

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বিদ্যুৎ নিয়ে আদানির সঙ্গে সব চুক্তি বাতিল চেয়ে রিট

ফেসবুকজুড়ে ‘উই আর নাহিদ’ হ্যাশট্যাগ 

গাজা ও লেবাননজুড়ে ইসরায়েলের ভয়াবহ হামলা, নিহত ১০৭

কপ২৯ সম্মেলনে আজ ভাষণ দেবেন প্রধান উপদেষ্টা

পুলিশে ঊর্ধ্বতন ২৮ কর্মকর্তাকে বদলি

সেতু মেরামতের আশায় বীরগঞ্জের ৬ গ্রামের মানুষ