রোহিঙ্গা ক্যাম্পে আধিপত্যর জেরে যুবককে গুলি করে হত্যা
নিউজ ডেস্ক: কক্সবাজারের টেকনাফ উপজেলার হ্নীলা ইউনিয়নের নয়াপাড়া নিবন্ধিত রোহিঙ্গা ক্যাম্পের সি-৫ ব্লকে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দুর্বৃত্তদের গুলিতে মোহাম্মদ জোবায়ের (২৮) নামে এক যুবক নিহত হয়েছেন।
রোববার (১০ নভেম্বর) বিকেল ৫ টায় এ ঘটনা ঘটে।
নিহত যুবক টেকনাফ উপজেলার হ্নীলা ইউনিয়নের নয়াপাড়া নিবন্ধিত রোহিঙ্গা ক্যাম্পের সি-৫ ব্লকের মোহাম্মদ আমিনের ছেলে।
বিষয়টি টেকনাফ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গিয়াস উদ্দিন নিশ্চিত করেছেন।
আরও পড়ুনস্থানীয়দের বরাতে মুহাম্মদ গিয়াস উদ্দিন বলেন, নিহত যুবক তার নিজ বাসায় পাশে প্রতিবেশীদের সঙ্গে আড্ডা দিচ্ছিলেন। হঠাৎ একদল দুর্বৃত্ত তাকে লক্ষ্য করে কয়েকটি গুলি ছুড়ে। এতে তিনি গুলিবিদ্ধ হয়ে মাটিতে লুটে পড়ে। এসময় স্থানীয়রা ঘটনাস্থলের দিকে এগিয়ে গেলে দুর্বৃত্তরা গুলি ছুড়তে ছুড়তে পালিয়ে যায়।
পরে স্থানীয়রা গুলিবিদ্ধ জোবায়েরকে উদ্ধার করে টেকনাফ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসে। এসময় হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। তবে কে বা কারা এই ঘটনা করছে সেটি চিহ্নিত করা যায়নি বলে জানান পুলিশের এই কর্মকর্তা।
মন্তব্য করুন