ভিডিও বুধবার, ১৩ নভেম্বর ২০২৪

প্রেস উইং: ট্রাম্প সমর্থক গ্রেপ্তার হয়নি, ভারতীয় গণমাধ্যম মিথ্যা তথ্য প্রচার করছে

প্রেস উইং: ট্রাম্প সমর্থক গ্রেপ্তার হয়নি, ভারতীয় গণমাধ্যম মিথ্যা তথ্য প্রচার করছে, ছবি: সংগৃহীত

অন্তবর্তীকালীন সরকারের প্রেস উইং জানায়, শেখ হাসিনা ক্ষমতাচ্যুত হওয়ার পর থেকে কিছু ভারতীয় সংবাদপত্র আক্রমণাত্মকভাবে ভুল তথ্য প্রচার করছেআওয়ামী লীগের একটি কর্মসূচিকে কেন্দ্র করে যুক্তরাষ্ট্রের নবনির্বাচিত প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের কোনো সমর্থককে গ্রেপ্তার করা হয়নি বলে জানিয়েছে অন্তর্র্বতীকালীন সরকারের প্রেস উইং- ফ্যাকটস। তারা বলছে, ভারতীয় একটি সংবাদমাধ্যম (ইন্ডিয়া টুডে) এ ধরনের সংবাদ ছড়িয়ে গুজব সৃষ্টি করছে।

রবিবার (১০ নভেম্বর) রাত ১১টায় সিএ প্রেস উইং ফ্যাক্ট-এর ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে এমন দাবি করা হয়েছে।ইন্ডিয়া টুডের ওই সংবাদের শিরোনাম ছিল, “বাংলাদেশ ক্র্যাক্স ডাউন অন ট্রাম্প সাপোর্টার্স আফটার হি ডিক্রাইস অ্যান্টি-মায়নোরিটি অ্যাটাকস (সংখ্যালঘুদের ওপর হামলার নিন্দা জানানোর পর বাংলাদেশে ট্রাম্পের সমর্থকদের ওপর নির্যাতন করা হয়েছে)।” সংবাদমাধ্যমটির এমন সংবাদকে ভুয়া বলে দাবি করেছে অন্তর্র্বতীকালীন সরকারের প্রেস উইং- ফ্যাকটস।সিএ প্রেস উইং ফ্যাক্ট-এর ফেসবুক পোস্টে বলা হয়, “রাজধানীতে নাশকতামূলক কর্মকাণ্ডের পরিকল্পনার অভিযোগে রবিবার আওয়ামী লীগের কয়েক ডজন নেতাকর্মীকে ঢাকা থেকে গ্রেপ্তার করা হয়েছে। ঢাকা মেট্রোপলিটন পুলিশ এ বিষয়ে একটি বিবৃতি দিয়েছে। সেখানে বলা হয়েছে, ‘পলাতক আওয়ামী লীগ নেতা শেখ হাসিনা তার সমর্থকদের ডোনাল্ড ট্রাম্পের পোস্টার বহন করার এবং গ্রেপ্তারের বিরুদ্ধে ঢাল হিসেবে ব্যবহার করার নির্দেশ দেন। এ কারণে তারা সেগুলো বহন করছিল। আটকরা পুলিশকে বলেছে, তারা মার্কিন রাজনীতি অনুসরণ করে না, শুধু হাসিনার নির্দেশে ট্রাম্পের পোস্টার বহন করেছিল’।”

আরও পড়ুন

প্রেস উইং আরও জানায়, শেখ হাসিনা ক্ষমতাচ্যুত হওয়ার পর থেকে কিছু ভারতীয় সংবাদপত্র ছাত্র-জনতার গণঅভ্যুত্থান নিয়ে আক্রমণাত্মকভাবে ভুল তথ্য প্রচার করছে। তারা বিপ্লবোত্তর দিনগুলোতে সংখ্যালঘুদের বিরুদ্ধে সহিংসতার ঘটনাগুলোকে ব্যাপকভাবে অতিরঞ্জিত করেছে। আজকে আওয়ামী লীগ সমর্থকদের গ্রেপ্তারের ঘটনায়ও তারা একইভাবে অতিরঞ্জিত করেছে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

সোহরাওয়ার্দী উদ্যানেই হবে বইমেলা : সংস্কৃতি উপদেষ্টা

শেরপুরে সড়ক দুর্ঘটনায় শিশুসহ নিহত ৪

স্বার্থপরের মতো পালিয়ে গেছেন শেখ হাসিনা : রিজভী

ভাঙ্গায় ট্রেনের ধাক্কায় বৃদ্ধ নারীর মৃত্যু

বিশেষ সিএসআর তহবিলের আওতায় গবেষণা খাতে আর্থিক সহায়তা প্রদান করলো সাউথইস্ট ব্যাংক 

সৌদি আরবে খেলা নিয়ে মুখ খুললেন নেইমার