ভিডিও শুক্রবার, ০২ মে ২০২৫

তিন মাস পর চালু হচ্ছে সিরাজগঞ্জ এক্সপ্রেস ট্রেন

তিন মাস পর চালু হচ্ছে সিরাজগঞ্জ এক্সপ্রেস ট্রেন

সিরাজগঞ্জ জেলা প্রতিনিধি : অবশেষে তিন মাস পর ফের চালু হচ্ছে সিরাজগঞ্জ এক্সপ্রেস ট্রেন। আগামী ১৫ নভেম্বর ট্রেনটি পুনরায় চালুর ঘোষণা দিয়েছে রেলওয়ে কর্তৃপক্ষ। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সময় দু’টি রেলওয়ে স্টেশন ক্ষতিগ্রস্ত হওয়ায় সিরাজগঞ্জ ও ঢাকার মধ্যে চলাচলকৃত একমাত্র ‘সিরাজগঞ্জ এক্সপ্রেস’ ট্রেনটি গত ৩ মাসের অধিক সময় ধরে বন্ধ রয়েছে।

আজ মঙ্গলবার (১২ নভেম্বর) পশ্চিমাঞ্চল রেলওয়ের বিভাগীয় ম্যানেজার (পাকশী) শাহ সুফি নুর মোহাম্মদ বলেন, আগামী ১৫ নভেম্বর থেকে সিরাজগঞ্জ এক্সপ্রেস ট্রেনটি পুনরায় চালুর সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এর আগেই ক্ষতিগ্রস্ত সিরাজগঞ্জ বাজার রেলওয়ে স্টেশনের সরঞ্জামগুলো আংশিক মেরামত এবং প্রয়োজনীয় কিছু নতুন যন্ত্রাংশ যুক্ত করা হবে।

অপরদিকে, বঙ্গবন্ধু সেতুর পশ্চিমপাড় সয়দাবাদে অবস্থিত ক্ষতিগ্রস্ত শহিদ এম মনসুর আলী স্টেশন প্রসঙ্গে শাহ সুফি নুর মোহাম্মদ বলেন, এই স্টেশনটির মেরামত শেষ করে ২০ নভেম্বরের মধ্যে চালু করা সম্ভব হবে। এ অবস্থায় সিরাজগঞ্জ এক্সপ্রেস ট্রেনটি আগের নিয়মেই সিরাজগঞ্জ ও ঢাকার মধ্যে চলাচল করবে। পরবর্তীতে বাজেট প্রাপ্তি সাপেক্ষে ক্ষতিগ্রস্ত রেলওয়ে স্টেশন দুইটির পূর্ণাঙ্গ মেরামত করা সম্ভব হবে।

আরও পড়ুন

প্রসঙ্গত, বৈষম্য বিরোধী ছাত্র-আন্দোলন চলাকালে ৪ আগস্ট আন্দোলনকারীরা সিরাজগঞ্জ শহরের বাজার স্টেশন ও বঙ্গবন্ধু সেতুর পশ্চিমপাড় সদর উপজেলার সয়দাবাদে অবস্থিত শহিদ এম. মনসুর আলী স্টেশন দু’টি ভাঙচুর ও লুটপাট করে এবং আগুন ধরিয়ে দেয়।

এরপর থেকে স্টেশন দুটির কার্যক্রম এবং সিরাজগঞ্জ এক্সপ্রেস ট্রেনটি বন্ধ করে দেয় পশ্চিমাঞ্চল রেলওয়ে কর্তৃপক্ষ। পরবর্তীতে স্টেশন দু’টি মেরামত ও ট্রেন চালুর দাবিতে সিরাজগঞ্জ জেলা বিএনপিসহ বিভিন্ন শ্রেণিপেশার মানুষ ও শিক্ষার্থীরা স্মারকলিপি প্রদান, সভা-সমাবেশ, মানববন্ধন কর্মসূচি পালন করেন।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

মাসিক বিলের পাশাপাশি আদানির বকেয়া শোধ করছে বাংলাদেশ

মৎস্য ও প্রাণিসম্পদ মানুষের টিকে থাকার জন্য জরুরি: ফরিদা আখতার

দুই বাংলাদেশিকে নিয়ে গেল বিএসএফ, প্রতিবাদে দুই ভারতীয়কে আটকে রেখেছে গ্রামবাসী

পতিত স্বৈরাচারের পুনরুত্থান নিয়ে উদ্বেগ প্রকাশ করলেন তারেক রহমান

নির্বাচনের সুনির্দিষ্ট রোডম্যাপ চাইলেন তারেক রহমান

আ. লীগের নিবন্ধন বাতিল করে সাংগঠনিক কার্যক্রম নিষিদ্ধ করতে হবে